মালাবদলের আগের সেই দৃশ্য। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।
বিয়ের প্রাথমিক আচার অনুষ্ঠান সবে শেষ হয়েছে। চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। মালাবদলের পালা আসতেই ভরা ছাদনাতলায় হবু স্ত্রীর কাছে হবু বরের আবদার, চুম্বন না করলে মালাবদল নয়।
আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, অতিথিতে তখন গমগম করছে ছাদনাতলা। তাঁদের সকলের সামনে হবু বরের এমন আবদার শুনে হকচকিয়ে গিয়েছিলেন কনে। গাল দেখিয়ে হবু স্ত্রীকে চুম্বন দেওয়ার ইঙ্গিতও করতে দেখা যায় হবু বরকে। এমন আজব আবদারে একটু থমকে গিয়েছিলেন কনে।
হবু স্বামীর আবদার রাখবেন কী রাখবেন না, তা নিয়ে ধন্দে পড়ে যান তিনি। না, হবু স্বামীর আবদার ফেরাতে পারেননি। এক গাল স্মিত হেসে হবু স্বামীকে চুম্বন করেন। তার পরই মালাবদল হয় দু’জনের। মধুরেণ সমাপয়েৎ।
উইটি ওয়েডিং নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তবে ভিডিয়োটি কোথাকার সেটা জানা যায়নি। ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কলেজের সময়ের প্রেমিকাকে বিয়ে। আমার মালাবদলের নতুন মোড়!’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy