অনলাইনে লুডো খেলতে গিয়ে অস্ট্রেলিয়ায় কর্মরত এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা তরুণীর। ভারতে এসে তরুণীকে বিয়েও করেন যুবক। মধুচন্দ্রিমার পর ফিরে যান অস্ট্রেলিয়ায়। পরে যুবকের খোঁজে অস্ট্রেলিয়া গিয়ে তরুণী জানতে পারেন, ওই যুবক আগে থেকেই বিবাহিত। স্ত্রী-সন্তানও রয়েছে তাঁর। এর পরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন অযোধ্যার বাসিন্দা ওই তরুণী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোভিড অতিমারির সময় ২০২০ সালে অনলাইনে লুডো খেলতে গিয়ে অনিকেত শর্মা নামে এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল অযোধ্যার বাসিন্দা জ্যোতি শুক্লের। অনিকেত পেশায় স্বাস্থ্যকর্মী জ্যোতিকে জানিয়েছিলেন, তিনি পঞ্জাবের নওয়ানশহরের মোহননগরের বাসিন্দা, কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় থাকেন। দু’জনের মধ্যে বন্ধুত্ব বাড়তে বাড়তে এক পর্যায়ে জ্যোতিকে বিয়ের প্রস্তাব দেন অনিকেত। বিয়ের জন্য রাজি হয়ে যান জ্যোতিও। এর পর ২০২৩ সালের ৬ মে ভারতে এসে জ্যোতিকে বিয়ে করেন ওই যুবক। বিয়েতে জ্যোতির পরিবারের সদস্যেরাও উপস্থিত ছিলেন। কিন্তু বিয়েতে আসেনি অনিকেতের পরিবার। অনিকেত জানিয়েছিলেন, তিনি কর্মসূত্রে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকেন। বিয়ের পরে জ্যোতিকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন অনিকেত।
আরও পড়ুন:
বিয়ের পর মধুচন্দ্রিমায় বেরোন দু’জনে। কিন্তু তিন দিন পর হঠাৎ যুবক জানান, অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজে তাঁকে দ্রুত অস্ট্রেলিয়া ফিরতে হবে। সে দিনই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন যুবক। তার পর থেকেই নানা অজুহাতে তিনি ‘স্ত্রী’কে এড়িয়ে যেতে শুরু করেন বলে অভিযোগ। এর পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ট্যুরিস্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় অনিকেতের দেওয়া ঠিকানায় পৌঁছোন জ্যোতি। তখনই তরুণী জানতে পারেন, তাঁর স্বামী আগে থেকেই বিবাহিত! সন্তানও রয়েছে তাঁর। আরও জানা যায়, অনিকেতের বাবা-মা আদৌ অস্ট্রেলিয়ায় থাকেন না। তাঁরা পঞ্জাবেই থাকেন। জ্যোতির অভিযোগ, এর পর তিনি অনিকেতের বাবা-মাকে ফোন করে গোটা ঘটনা জানালে তাঁরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। শেষ রাস্তা হিসাবে পঞ্জাবে অনিকেতের বাড়িতেও চলে যান জ্যোতি। কিন্তু সেখানে অনিকেতের পরিবারের সদস্যেরা তাঁকে মারধর করে তাড়িয়ে দেন বলে অভিযোগ। এর পরেই অনিকেত এবং তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। ওই যুবকের বিরুদ্ধে শারীরিক হেনস্থা, পণের জন্য দাবি, প্রতারণা-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।