E-Paper

‘রাজ্যের রিপোর্ট চাওয়ায় দ্বিধার কারণ নেই রাজ্যপালের’

রাষ্ট্রপতি ভবনে রাজ্যপালদের সম্মেলনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বললেন, রাজ্য সরকারের থেকে রিপোর্ট চাওয়ার ক্ষেত্রে রাজ্যপালদের ইতস্তত করার কোনও প্রয়োজন নেই।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৪ ০৭:৫৩
Share
Save

কথায় কথায় রাজভবন থেকে রিপোর্ট তলব। তা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত লেগেই রয়েছে। আজ রাষ্ট্রপতি ভবনে রাজ্যপালদের সম্মেলনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বললেন, রাজ্য সরকারের থেকে রিপোর্ট চাওয়ার ক্ষেত্রে রাজ্যপালদের ইতস্তত করার কোনও প্রয়োজন নেই।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্য সরকারের কাছ থেকে নানা বিষয়ে রিপোর্ট চাওয়ায় রাজনৈতিক সংঘাত হয়েছে। ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে অশান্তি প্রসঙ্গে বলেছিলেন, বাংলাদেশের অসহায় কেউ এলে তিনি ফেরাবেন না। রাজ্যপাল এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট চান। যুক্তি ছিল, মুখ্যমন্ত্রী সাংবিধানিক ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন।

রাজ্যপাল বোস এখন রাষ্ট্রপতি ভবনে রাজ্যপাল সম্মেলনে যোগ দিতে দিল্লিতে। আজ দু’দিনের সম্মেলন শেষ হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বোসের পূর্বসূরি, বর্তমানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, রাজ্য সরকারের থেকে তথ্য চাওয়া, রাজ্যের কার্যকারিতার প্রশ্নে নিরন্তর যোগাযোগ রাখার বিষয়ে রাজ্যপালদের ইতস্তত করলে চলবে না। আজ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলিকে মাদক মুক্ত করার বিষয়ে রাজ্যপালদের সক্রিয় হতে বলেন। এ জন্য প্রাক্তনী সংগঠনগুলির সাহায্য নিতে বলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে শেষ সারির মানুষের কাছে পৌঁছয়, তা রাজ্যপালদের নিশ্চিত করতে হবে। বঙ্গের রাজ্যপালের তরফে জানানো হয়েছে, কলকাতার রাজভবনের সুব্যবস্থা নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। অন্য রাজভবনে তার কিছু ব্যবস্থা রূপায়ণ করা হবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jagdeep Dhankhar Governor

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।