বায়ুসেনা দিবসের অনুষ্ঠানে হেলিকপ্টারের কসরত। ছবি: পিটিআই
বায়ুসেনা দিবসেও ফিরে এল পুলওয়ামা হামলার ক্ষত। স্মরণ করালেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া। পুলওয়ামার ঘটনা শিক্ষা দিয়েছে যে, প্রতিরক্ষার সঙ্গে যুক্ত সবাইকে সব সময় সতর্ক থাকতে হবে— মন্তব্য বায়ুসেনা প্রধানের। বালাকোট প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, ওই ঘটনাই প্রমাণ করে জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাস দমন প্রশ্নে নীতি বদল করেছে সরকার। বায়ুসেনাকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শাসক-বিরোধী দলের নেতা-মন্ত্রীরা।
আজ ৮ অক্টোবর বায়ুসেনার ৮৭তম প্রতিষ্ঠাদিবস। প্রতি বছরের মতো এ বারও দিল্লির অদূরে উত্তরপ্রদেশের লোনি গাজিয়াবাদ এলাকায় হিন্ডন এয়ারবেসে দিনটিকে উদযাপন করছে বায়ুসেনা। রয়েছেন তিন বাহিনীর শীর্ষ পদাধিকারীরা। এশিয়ার সবচেয়ে বড় এই বায়ুসেনা ঘাঁটিতে এ দিন বায়ুসেনার বিভিন্ন বিভাগের নানা প্রদর্শনী হয়। সেনা জওয়ান, অফিসারদের মেডেল দিয়ে সম্মানিত করেন বায়ুসেনা প্রধান।
এই অনুষ্ঠানেই ভাদৌরিয়া বলেন, ‘‘প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলির বিপদের কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে পুলওয়ামার জঙ্গি হামলা। এ বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে উঠে আসে হামলার পিছনে পাক জঙ্গি গোষ্ঠীর নাম। সেই ঘটনার পরেই ১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় বায়ুসেনা।
INDIAN AIR FORCE CELEBRATES 87th ANNIVERSARY https://t.co/3fdlRgxUIQ
— Indian Air Force (@IAF_MCC) October 8, 2019
আরও পড়ুন: ভারতকে বোঝার মতো প্রসারতাই নেই মোদীর: অমর্ত্য সেন
আরও পডু়ন: চিকিৎসায় ‘অক্সিজেন’ জুগিয়ে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বায়ুসেনা প্রধানের বক্তব্যে উঠে এসেছে সেই ঘটনার কথাও। তিনি বলেন, “সেটা ছিল সন্ত্রাসের ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়ার জন্য রাজনৈতিক নেতৃত্বের কঠোর মনোভাবের ফলশ্রুতি। জঙ্গি হানার মোকাবিলায় সরকারের অবস্থানও পরিবর্তন হয়েছে।
#WATCH Ghaziabad: Indian Air Force officers who participated in Balakot airstrike, fly 3 Mirage 2000 aircraft & 2 Su-30MKI fighter aircraft in ‘Avenger formation’, at Hindon Air Base during the event on #AirForceDay today. pic.twitter.com/qV417aLNjr
— ANI UP (@ANINewsUP) October 8, 2019
ফ্রান্সের সঙ্গে ৩৬টি যুদ্ধবিমান কিনতে ৫৯০০০ কোটি টাকার চুক্তি করেছে ভারত। আজই প্রথম সেই রাফাল যুদ্ধবিমান হাতে পাচ্ছে ভারত। তার জন্য ফ্রান্সে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আনুষ্ঠানিক হস্তান্তর পর্ব আজ হলেও ৩৬টির মধ্যে প্রথম ব্যাচের চারটি রাফাল বায়ুসেনার হাতে আসবে আগামী বছরের মে মাসে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy