Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Uttar Pradesh

সরকারি কর্মীকে দিয়ে জুতোর ফিতে বাঁধালেন মন্ত্রী! শোনালেন রামের গল্প!

তিনি ছিলেন দাঁড়িয়ে। আর অনুষ্ঠানে উপস্থিত এক সরকারি কর্মীকে বাঁধতে হয়েছিল মন্ত্রী মশাইয়ের জুতোর ফিতে।

মন্ত্রীর জুতো বাঁধছেন সরকারি কর্মী। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

মন্ত্রীর জুতো বাঁধছেন সরকারি কর্মী। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৩ জুন ২০১৯ ১৩:১৬
Share: Save:

যোগা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার মন্ত্রী লক্ষ্মী নারায়ণ। শুক্রবার সেই অনুষ্ঠান ছিল উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। সেখানে গিয়ে মন্ত্রীমশাইয়ের জুতোর ফিতেখুলে যায়। তিনি ছিলেন দাঁড়িয়ে। আর অনুষ্ঠানে উপস্থিত এক সরকারি কর্মীকে বাঁধতে হয়েছিল মন্ত্রী মশাইয়ের জুতোর ফিতে।

উত্তরপ্রদেশের মন্ত্রী লক্ষ্মী নারায়ণের জুতোর ফিতে বেঁধে দেওয়ার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। সঙ্গে ছড়িয়ে পড়েছে বিতর্ক। নেটিজেনদের মন্তব্য, ‘যিনি নিজের জুতোর ফিতে বাঁধতে পারেন না, তিনি কী রকম যোগা করেন তা বোঝায় যাচ্ছে।’ আবার কেউ কেউ সরকারি কর্মীদের সঙ্গে এ হেন আচরণের জন্যও মন্ত্রীর মুণ্ডপাত করেছেন।

তবে এ সব বিতর্কে যোগীরাজ্যের মন্ত্রীর যে খুব একটা কিছু আসে যায় না, তা তাঁর কথাতেই স্পষ্ট। বরং তিনি যে বিশাল কিছু ভুল কাজ করেননি, তা প্রমাণ করতে উদাহরণ টেনেছেন রামায়ণ থেকে। রামের পাদুকাকে সামনে রেখে ভরতের রাজ্য শাসনের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘‘যদি কোনও ভাই, ভাইপো বা পরিবারের অন্য কেউ আমার জুতোর ফিতে বেঁধে দেয়, তাহলে তা সেই দেশেরই উদাহরণ যেখানে ভরতজিরামের পাদুকা রেখে ১৪ বছর শাসন করেছিলেন।’’

আরও পড়ুন: দিল্লিতে মহিলা সাংবাদিককে ধাওয়া করে পর পর গুলি, ফের প্রশ্নে রাজধানীর নিরাপত্তা

আরও পড়ুন: ক্লাসে ঢুকতে দেরি, ছাত্রদের নির্মমভাবে পেটালেন শিক্ষক! ভিডিয়ো ভাইরাল

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Viral Video Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE