চেন্নাই বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল সোনা। প্রতীকী ছবি।
কখনও জুতোর ভিতর, কখনও শরীরের ভিতরে, কখনও আবার জামাকাপড়ের ট্রলিতে করে সোনা পাচার, বিমানবন্দগুলিতে পাচারের এমন নানা কৌশল হামেশাই শোনা যায় । এ বার সোনা পাচারের অভিনব কৌশল প্রকাশ্যে এল। ঘটনাটি চেন্নাই বিমানবন্দরের। পাচারকারীর কৌশল দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন শুল্ক আধিকারিকেরাও।
আবু ধাবি থেকে চেন্নাই বিমানবন্দরে নেমেছিলেন এক যাত্রী। পরীক্ষা করার সময় শুল্ক আধিকারিকদের নজরে আসে যাত্রীর ব্যাগে একটি বৈদ্যুতিক মোটর রয়েছে। যা দেখে কোনও ভাবেই বোঝা সম্ভব নয় যে, আসলে ওই মোটর সোনা পাচারের একটি কৌশলমাত্র। যাত্রীকে জিজ্ঞাসা করা হয় কেন মোটরটি নিয়ে যাচ্ছেন, কী কাজে ব্যবহার করবেন ইত্যাদি। জেরার সময় যাত্রীর কথায় অসঙ্গতি লক্ষ করেন আধিকারিকরা। তখনই তাঁদের সন্দেহ হয়, মোটরের মধ্যে কিছু একটা রয়েছে।
#WATCH | Chennai Airport Customs intercepted a passenger who arrived from Abu Dhabi on April 3. On examination gold weighing 1796 gms valued at Rs 95.15 lakh concealed inside an electric motor was recovered and seized under the Customs Act, 1962.
— ANI (@ANI) April 5, 2023
(Video source: Customs) pic.twitter.com/ztDFlbmoCw
এর পরই মোটরটি খোলার ব্যবস্থা করা হয়। সেটি খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে তাল পাকানো সোনা। যার ওজন প্রায় ২ কেজি। বর্তমান বাজারে যার মূল্য ৯৬ লক্ষ টাকা। এর পরই ওই যাত্রীকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় সোনাও। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy