ছবি: টুইটার থেকে নেওয়া
সোনা পাচারের অভিযোগে শারজা থেকে আসা এক বিমানযাত্রীকে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। ওই যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি সোনা উদ্ধার করেছে হায়দরাবাদের শুল্ক দফতর। যার মূল্য প্রায় ৪৭ লক্ষ টাকা।
বিমানবন্দর সূত্রে খবর, গত ৯ জানুয়ারি হায়দরাবাদ বিমানবন্দরে নামেন ওই ব্যক্তি। হায়দরাবাদের শুল্ক দফতর জানিয়েছে, তাঁর দু’পায়ে ব্যান্ডেজের ভিতর মলমের আকারে লুকনো ছিল ৯৭০ গ্রাম সোনা। যার বাজারমূল্য ৪৭ লক্ষ ৫৫ হাজার টাকা। ব্যান্ডেজ কেটে সোনা উদ্ধারের দৃশ্যের একটি ভিডিয়োও হায়দরাবাদের শুল্ক দফতর প্রকাশ করেছে টুইটারে।
On 09.01.22 Hyderabad Customs booked a case for smuggling of gold against a male pax arriving by Flight G9-450 from Sharjah.970 grams of gold valued at Rs. 47.55 lakhs recovered & seized. Gold in paste form was concealed inside the bandages tied to calves of both the legs. pic.twitter.com/zdrPGTgudJ
— Hyderabad Customs (@hydcus) January 10, 2022
মলমের আকারে সোনা পাচারের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে হায়দরাবাদ বিমানবন্দরেই এমন ঘটনা ঘটেছিল। বিশেষজ্ঞদের কথায় সোনা পাচারের নতুন এই প্রক্রিয়াটি ইদানিং বেড়েছে কারণ এই ভাবে সোনা পাচার করা হলে ধরা পড়ার সম্ভাবনা কম।
সোনাকে গলিয়ে তার মধ্যে খাদ এবং বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হয় এই পেস্ট। যা সহজে ধরা পড়ে না। পাচার হওয়ার পর রাসায়নিক এবং খাদ আলাদা করার জন্য প্রথমে ওই পেস্টকে পাউডারে পরিণত করা হয়। তার পর তার থেকে আলাদা করা হয় সোনা।
হায়দরবাদের এই ঘটনায় পাচারকারীকে আটক করেছে শুল্ক দফতর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy