৪টি কালো ডিমের মতো দেখতে সোনার যৌগের ওজন ৯০০.২৫ গ্রাম। মূল্য প্রায় ৪৩ লক্ষ টাকা। ছবি: টুইটার।
দেখতে কালো রঙের ডিমের মতো, অথচ সেগুলি নাকি সোনারই বিশেষ যৌগিক অবস্থা। ও ভাবেই ৪টি কালো ডিমের মতো ক্যাপসুলে শারজা থেকে বিমানে এসে পৌঁছেছিল কেরলের কোচি বিমানবন্দরে। শুল্ক দফতর সেই সোনা বাজেয়াপ্ত করেছে।
রবিবার কোচির শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) শারজা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ওই সোনা উদ্ধার করে। এআইইউ জানিয়েছে, ‘‘ওই ৪টি কালো ডিমের মতো দেখতে সোনার যৌগের ওজন ৯০০.২৫ গ্রাম। মূল্য প্রায় ৪৩ লক্ষ টাকা।
Kerala | Air Intelligence Unit (AIU) of the Customs department has seized 900.25 grams of gold in compound form worth Rs 43 lakhs at Kochi airport. pic.twitter.com/5emjMHlLqK
— ANI (@ANI) February 19, 2023
রবিবার শারজা থেকে আসা জি৯ ৪২৬ বিমানে হুসেন নামে এক ব্যক্তিকে কোচি বিমানবন্দরের গ্রিন চ্যানেলে আটক করেন শুল্ক দফতরের কর্তারা। তাঁর কাছ থেকই উদ্ধার করা হয় ওই সোনা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হুসেন কেরলের পালাক্কড়ের বাসিন্দা। তবে শারজা থেকে সোনা পাচারের ক্ষেত্রে তিনি কোনও চক্রের সঙ্গে যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এই নিয়ে গত পাঁচদিনে পঞ্চম পাচারের ঘটনা এটি। গত ১৭ ফেব্রুয়ারি ২০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল। ৩ দিন আগে আরও একটি ঘটনায় ৮৫৭ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল কোচি বিমানবন্দরে যার দাম ৪৩ লক্ষ টাকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy