কফির ফ্লাক্সে সোনা। ছবি ভিডিয়ো থেকে।
কফির ফ্লাস্ক খুলে কাপে ঢালা হচ্ছে। কফির সঙ্গে বেরিয়ে আসছে সোনার টুকরো। এ ভাবেই ফ্লাস্ক থেকে বেশ কয়েকটি সোনার টুকরো বের হয়ে পড়ল কফি কাপে। রবিবার ঘটনাটি ঘটেছে মুম্বই বিমানবন্দরে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
রবিবার শারজা থেকে মুম্বই বিমানবন্দরে নেমেছিলেন কেনিয়ার বেশ কয়েক জন মহিলা। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকেই কয়েক কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক দফতরের অফিসাররা। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
বিষয়টি নিয়ে শুল্ক দফতরের এক অফিসার জানিয়েছেন, বিমানবন্দরে কেনিয়ার ১৮ জন মহিলার তল্লাশি হয়েছিল। তাঁদের কাছ থেকেই ৩.৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য এক কোটি ৫২ লক্ষ টাকা। কফির ফ্লাস্কের পাশাপাশি জুতোতে, অন্তর্বাসেও ওই মহিলারা সেই সোনা লুকিয়ে রেখেছিলেন। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Mumbai Airport Customs intercepted a number of passengers who had ingeniously concealed gold and seized 3.8 kg Gold valued at Rs. 1.52 Crore from them. the Gold was found hidden in Coffee flask full of Coffee, in footwear and also in hair clutches. pic.twitter.com/gaS62HMLrH
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) December 20, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy