Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Mamata Banerjee

Goa: তৃণমূলের সঙ্গে জোট নিয়ে ভাবনাচিন্তা চলছে, বললেন গোয়ার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

বিজয় জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে সমঝোতার বিষয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোর সংস্থা আইপ্যাকের সঙ্গে আলোচনা আপাতত স্থিতাবস্থায় রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজয় সরদেশাই।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজয় সরদেশাই। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
পানাজি শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ২১:০২
Share: Save:

আগামী বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোটের বিষয়ে ভাবনাচিন্তা করছে গোয়া ফরওয়ার্ড পার্টি (জিএফপি)। দলের সভাপতি তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই সোমবার বলেন, ‘‘রাজ্যের আমজনতার মনভাব বুঝেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে সমঝোতার বিষয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোর সংস্থা আইপ্যাকের সঙ্গে আলোচনা আপাতত স্থিতাবস্থায় রয়েছে।

২০১৭ সালের বিধানসভা ভোটের আগে আসন সমঝোতার বিষয়ে কংগ্রেসের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছিল জিএফপি-র। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। শেষ পর্যন্ত একক ভাবে লড়ে তিনটি আসনে জেতে বিজয়ের দল। ফতোরদা কেন্দ্রে জেতেন বিজয় নিজে। সোমবার তিনি বলেন, ‘‘এ বারের ভোটে কংগ্রেসের সঙ্গে সমঝোতার বিষয়টি আমাদের ভাবনায় নেই।’’

২০১৭ সালের বিধানসভা ভোটের পরে গোয়ায় জোট সরকার তৈরি করেছিল বিজেপি। সেই জোট সরকারে যোগ দিয়েছিল জিএফপি। ২০১৯ সালের জুলাই পর্যন্ত গোয়ার সেই সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। কিন্তু এর পর বিজেপি-র সঙ্গে সমঝোতা ভেঙে যায়।

ঘটনাচক্রে, ২০১৭-য় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ভেস্তে যাওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে দুষেছিলেন বিজয়। গত মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ফেলেইরো।

আগামী বৃহস্পতিবার গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা, গোয়া যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিজয়ের সঙ্গে সমঝোতা পাকা হতে পারে এই সফরে। বিজয় সোমবার বলেন, ‘‘গোয়া, গোয়ার মানুষ এবং গোয়ার সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়ার নীতিতে অবিচল থেকেই আমরা পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ স্থির করব।’’

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC Goa Goa TMC Congress Goa Forward Party Luizinho Faleiro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy