অটোচালকের সঙ্গে গন্ডগোলের জেরে মৃত্যু হল গোয়ার প্রাক্তন বিধায়ক লাবু মামলেদারের। শনিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলগাভিতে। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির বিধায়ক ছিলেন লাবু।
পুলিশ সূত্রে খবর, শনিবার কর্নাটকের বেলগাভিতে ছিলেন প্রাক্তন বিধায়ক। গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটি অটো ধাক্কা মারে প্রাক্তন বিধায়কের গাড়িতে। তার পর সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় গন্ডগোল। গাড়ি থেকে নেমে অটোচালককে সপাটে চড় মারার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। অটোচালকও পাল্টা চড় মারেন বলে অভিযোগ।
কথা কাটাকাটি থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। স্থানীয়েরা দু’জনকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, অটোচালক আবার প্রাক্তন বিধায়কের উপর হামলা চালান। স্থানীয়েরাও অটোচালককে ধরে বেধড়ক মারেন। অটোচালক কোনও রকমে পালিয়ে যান। প্রাক্তন বিধায়কও গাড়ি নিয়ে হোটেলে চলে যান। কিন্তু কিছু পরেই অসুস্থ বোধ করেন। তার পরই জ্ঞান হারিয়ে পড়ে যান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর অটোচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লাবুর পরিবার। তার পরই অটোচালককে গ্রেফতার করা হয়।