তাঁর টেলিভিশন ক্যুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (আইএমএফ) মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথের রূপের প্রশংসা করায় ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইল সোশ্যাল মিডিয়ায়। গীতার পরিচয় দিতে গিয়ে অমিতাভ কেন কাজের চেয়ে তাঁর রূপের প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুললেন নেটাগরিকরা। ২০১৯-এ আইএমএফ-এর মুখ্য অর্থনীতিবিদের দায়িত্ব পান গীতা। এর আগে আর কোনও মহিলা এই পদ পাননি।
অমিতাভের টিভি ক্যুইজ শো’য়ের ওই অনুষ্ঠানের ভিডিয়োটি শুক্রবার টুইট করেন গীতা। টুইটে তিনি লেখেন, ‘‘এটা আমার কাছে খুবই স্পেশাল একটা ব্যাপার। আমি বিগ বি-র মস্তবড় ফ্যান। এটা কোনও দিনই ভুলতে পারব না।’’ অমিতাভকে গীতা ‘সর্বকালের সেরা’ বলেও উল্লেখ করেন।
Ok, I don't think I will ever get over this. As a HUGE fan of Big B @SrBachchan, the Greatest of All Time, this is special! pic.twitter.com/bXAeijceHE
— Gita Gopinath (@GitaGopinath) January 22, 2021
তাঁর টিভি ক্যুইজ শো’য়ের ওই এপিসোডে অমিতাভ স্ক্রিনে গীতার ছবি দেখিয়ে প্রশ্ন করেছিলেন, ‘‘যাঁর ছবি দেখছেন তিনি এক জন অর্থনীতিবিদ। বলুন তো তিনি কোন সংগঠনের মুখ্য অর্থনীতিবিদ?’’ এর পরেই বিগ বি বলেন, ‘‘ওঁর (গীতা) মুখটি এতই সুন্দর যে কেউ তাঁকে অর্থনীতির মতো গুরুগম্ভীর বিষয়ের বিশেষজ্ঞ বলে ভাবতেই পারবেন না!’’
বিগ বি-র এই পরের মন্তব্যটি নিয়েই আপত্তি জানিয়েছেন নেটাগরিকরা। তাঁরা বলেছেন, ‘‘এটা সেক্সিস্ট মন্তব্য। রঘুরাম রাজন বা কৌশিক বসুর মতো অর্থনীতিবিদদের ক্ষেত্রে কি অমিতাভ এমন মন্তব্য করতেন? কেন গীতার কাজের চেয়ে রূপের প্রশংসা করলেন বিগ বি?’’
ভারতীয় বংশোদ্ভূত গীতা আইএমএফ-এর একাদশ মুখ্য অর্থনীতিবিদ। তাঁর আগে এক জনই ভারতীয় আইএমএফ-এর এই দায়িত্ব পেয়েছিলেন। তিনি রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।