দিল্লিতে শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। অধরা অভিযুক্ত। প্রতীকী ছবি।
৫ বছরের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। বৃহস্পতিবার সকালে একটি পার্কে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লিতে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার বিকেলে ৫টা নাগাদ বাড়ির কাছে একটি পার্কে খেলছিল শিশুটি। তার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করে পরিবার। এর পরই তদন্ত শুরু করে পুলিশ।
A 5-year-old girl was abducted & raped while she was playing near her house around 5 pm on Dec 21. The girl was found in a nearby park on Dec 22, morning. A case has been registered U/Ss of the IPC & POCSO act. Efforts to apprehend the accused are underway: Delhi Police
— ANI (@ANI) December 22, 2022
বুধবার রাত ৮টা নাগাদ এই খবর পাওয়ার পরই তল্লাশি অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টায় পার্ক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি সারারাত পার্কেই ছিল নাকি তাকে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণের পর পার্কে ফেলে দিয়েছিলেন অভিযুক্তরা, তা স্পষ্ট নয়।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে কেমন, তা জানা যায়নি। এই ঘটনার তদন্তে কমপক্ষে ৫০ জনের দল তৈরি করেছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy