ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। ছবি সৌজন্য টুইটার।
রাসায়নিক করাখানা থেকে গ্যাস লিক করায় আতঙ্ক ছড়াল মহারাষ্ট্রের বদলাপুরে। এই ঘটনায় চোখ জ্বলা এবং শ্বাসকষ্টের মতোও উপসর্গ দেখা দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার রাত প্রায় সওয়া ১০টা নাগাদ গ্যাস লিক করতে শুরু করে নোবেল ইন্টারমিডিয়েটস প্রাইভেট লিমিটেড নামে রাসায়নিক কারখানা থেকে। ঠাণে পুরনিগম সূত্রে জানানো হয়েছে, গ্যাস লিকের খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল। এক ঘণ্টার মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় আশপাশের এলাকার অনেকেরই শ্বাসকষ্ট এবং চোখ জ্বলার মতো উপসর্গ দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। কয়েক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
#WATCH | A gas leak from a factory in Maharashtra's Badlapur was reported at around 10:22 pm on Thursday. People in the area were having trouble breathing. Fire brigade stopped the leak at 11:24 pm. The situation is under control. No one injured: Thane Municipal Corporation pic.twitter.com/djdZY77DAE
— ANI (@ANI) June 3, 2021
কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুরনিগম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy