আহত পুলিশকর্মীদের খোঁজ চলছে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
বেআইনি মদ তৈরির কারখানায় তল্লাশি করতে গিয়েছিল পুলিশ। সেখানে দুষ্কৃতীদের হাতে মৃত্যু হল এক কনস্টেবলের। মারাত্মক ভাবে জখম হলেন এক সাব ইনস্পেক্টর। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের কাসগঞ্জ এলাকাতে ঘটেছে এই ঘটনা। মৃত কনস্টেবলের নাম দেবেন্দ্র। আহত সাব ইনস্পেক্টর অশোক কুমার।
ওই দু’জন পুলিশকর্মী মঙ্গলবার তল্লাশি অভিযানে যাওয়া পুলিশের দলেই ছিলেন। জানা গিয়েছে, তল্লাশিতে যেতেই পুলিশকর্মীদের উপর লাঠি ও অন্যান্য অস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। বাকিরা কোনও মতে পালাতে পারলেও দেবেন্দ্র এবং অশোককে আটকে রেখে মারধর করে অভিযুক্তরা। খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হয় পুলিশের বিশাল বাহিনী। তারা খোঁজ করতে করতে ওই দুই আহত সহকর্মীকে পাশেই নাগলা ধিমার গ্রামের কাছে একটি মাঠে পড়ে থাকতে দেখেন।
সেখান থেকে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় কনস্টেবল দেবেন্দ্রর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অশোক। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর উত্তররপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিস থেকে টুইট করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘কাসগঞ্জে পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অপরাধীদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে মামলা দায়ের করা হবে’। পাশাপাশি আহত সাব ইনস্পেক্টর অশোকের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছেন আদিত্যনাথ। মৃত কনস্টেবলের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাঁর পরিবারের এক জনকে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
उत्तर प्रदेश के कासगंज में शराब माफिया ने पुलिस की टीम पर जानलेवा हमला किया दरोगा बुरी तरह घायल हो गए और कॉन्स्टेबल की मौत हो गई।आख़िर ये आतंक कब रुकेगा?
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) February 9, 2021
अगर पुलिस वाले ही सुरक्षित नही तो जनता कैसे सुरक्षित रहेगी? pic.twitter.com/PPdXd4lm3w
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy