—প্রতিনিধিত্বমূলক ছবি।
আবার গোষ্ঠীহিংসার আঁচ উত্তর-পূর্বাঞ্চলে। মণিপুরের পরে এ বার অসম-মেঘালয় সীমানায়। কৃষিজমির ফসল কাটা নিয়ে বুধবার মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড় এবং অসমের সীমানাবর্তী লাপনগাপে দু’রাজ্যের বাসিন্দাদের মধ্যে বিবাদ বাধে। হয় সংঘর্ষও। উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়েই ছুটে যায় মেঘালয় পুলিশ। পৌঁছয় অসম পুলিশের বাহিনীও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর। অসম এবং মেঘালয়ের সীমানা প্রায় ৮৮৫ কিলোমিটার। পাহাড়ি এলাকায় বেশ কিছু স্থানে সীমানা চিহ্নিতকরণ নিয়ে দু’রাজ্যের বিরোধ রয়েছে। গত বছরের নভেম্বরে মণিপুরের খাসি পাহাড় লাগোয়া অসম সীমানায় দু’রাজ্যের বাসিন্দাদের সংঘর্ষ বেধেছিল। সেই ঘটনায় ছ’জন নিহত হয়েছিলেন।
ওই ঘটনার জেরে বেশ কিছুদিন অসম থেকে মেঘালয়ে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। অসম ও মেঘালয়ের মধ্যে সীমানা বিতর্ক মেটাতে গত বছরের মার্চ মাসে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে প্রথম দফার চুক্তিতে সই করেছিলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী, হিমন্ত বিশ্বশর্মা এবং কনরাড সাংমা। কিন্তু তার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। চলতি বছরের মে মাসে হিমন্ত-কনরাডের বৈঠকের পরেও অন্তত ছ’টি স্থানে সীমানা নির্ধারণ নিয়ে অসম-মেঘালয় বিবাদ রয়ে গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy