Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Road Accident in Arunachal Pradesh

অরুণাচলে দুর্ঘটনা, যাজক-সহ মৃত ৪

অরুণাচল প্রদেশের কামলে জেলার এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে এক জন খ্রিস্টান যাজক (প্যাস্টর)-ও রয়েছেন৷

accident.

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ ০৬:৫২
Share: Save:

তিন দিনের ধর্মীয় অনুষ্ঠান সেরে ফিরছিলেন তাঁরা৷ আচমকা পাহাড় থেকে মাটি পাথর ধসে পড়ে তাঁদের গাড়ির উপরে৷ চ্যাপ্টা হয়ে যাওয়া সেই গাড়িতেই প্রাণ হারান চার জন৷

অরুণাচল প্রদেশের কামলে জেলার এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে এক জন খ্রিস্টান যাজক (প্যাস্টর)-ও রয়েছেন৷ প্রথমে কামলের পুলিশ সুপার থুটন জাম্বা জানিয়েছেন, প্যাস্টর ক্রিস্টোফার হেমব্রমের বাড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়৷ তাঁর অনুরাগী নির্মল হেমব্রম, অভিজিত হেমব্রম এবং লক্ষীনাথ কিস্কুর বাড়ি অসমের বড়োল্যান্ডে৷ কিন্তু পরে জলপাইগুড়ির পুলিশ সুপার জানান, চার জনই অসমের শ্রীরামপুরের বাসিন্দা। তাঁরা অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার দম্পুরিজোতে গিয়েছিলেন তিন দিনের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে৷ শুক্রবার রাতে ফেরার পথে নির্মীয়মাণ ট্রান্স অরুণাচল হাইওয়ে ধরে ইটানগরের দিকে এগোচ্ছিল তাঁদের গাড়ি৷ তখনই এই ধস নামার ঘটনা ঘটে৷ রাতেই পুলিশ মাটি পাথর সরিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷ মৃত নির্মল গোঁসাইগাঁও থানার গাড়িচালক৷ তাঁর ভাই বিমল হেমব্রম জানান, ক্রিস্টোফারের আমন্ত্রণেই তাঁরা সেখানে গিয়েছিলেন৷

অন্য বিষয়গুলি:

Death Arunachal Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy