—ফাইল চিত্র।
এখনও ভেন্টিলেটরেই রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন দেশবাসী। তার মধ্যেই রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ এমনটাই জানালেন। প্রণব মুখোপাধ্যায়কে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
গত এক সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে প্রতি দিন তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিনের বুলেটিনে বলা হয়, ‘‘প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। ওঁর ভাইটাল এবং ক্লিনিক্যাল প্যারামিটার্সগুলি স্থিতিশীল রয়েছে। এখনও ভেন্টিলেটরেই রয়েছেন উনি। প্রাক্তন রাষ্ট্রপতির কো-মর্বিডিটিও রয়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন উনি।’’
এর আগে, ১৩ অগস্টের বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, গভীর কোমায় চলে গিয়েছেন প্রণববাবু। এখনও তিনি কোমায় রয়েছেন কিনা, এ দিনের বুলেটিনে তার কোনও উল্লেখ নেই।
Yesterday , I had visited my Father In Hospital . With God's grace & all your good wishes , He is much better & stable than D preceeding days! All his vital parameters are stable & he is responding to treatment ! We firmly believe that He will be back among us soon
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 16, 2020
Thank You🙏
অভিজিৎ মুখোপাধ্যায়ের টুইট।
আরও পড়ুন: মৃত্যু ৫০ হাজার ছুঁইছুঁই, ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত ৬৩৪৯০
তবে প্রণব মুখোপাধ্যায় আগের চেয়ে ভাল আছেন বলে এ দিন জানান তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। হাসপাতালের বুলেটিন সামনে আসার আগে সকাল ১০টা নাগাদ টুইটারে তিনি লেখেন, ‘‘গতকাল হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছিলাম। ভগবানের কৃপায় এবং আপনাদের শুভকামনায় আগের চেয়ে অনেক ভাল এবং স্থিতিশীল রয়েছেন উনি। ওঁর ভাইটাল প্যারামিটার্সগুলি স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, খুব শীঘ্র আবার আমাদের মধ্যে ফিরে আসবেন উনি। আপনাদের সকলকে ধন্যবাদ।’’
আরও পড়ুন: ফের উত্তরপ্রদেশ, ধর্ষণের পর চোখ উপড়ে, জিভ কেটে খুনের অভিযোগ
গত ৯ অগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। পর দিন সকালে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল তাঁর। তার পরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে কোভিড সংক্রমণও ধরা পড়ে তাঁর। সেই অবস্থাতেই মাথায় অস্ত্রোপচারের হয় এবং ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে। সেই থেকে এখনও ভেন্টিলেটরেই রয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy