দেড় মাসের মাথায় আবার অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। মঙ্গলবার দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রবীণ বিজেপি নেতাকে। হাসপাতাল সূত্রের খবর, ৯৬ বছরের আডবাণীর বয়সজনিত কিছু সমস্যা রয়েছে।
চলতি বছরের ২৬ জুন বয়সজনিত সমস্যার কারণে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ ভর্তি করানো হয়েছিল তাঁকে। নানা চিকিৎসা এবং ইউরোলজিস্ট, হৃদ্রোগ বিশেষজ্ঞদের পরীক্ষানিরীক্ষার পর ২৭ জুন তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
কিন্তু তার এক সপ্তাহের মধ্যেই ৩ জুলাই আবার স্নায়ুজনিত সমস্যার কারণে আক্রান্ত হয়েছিলেন আডবাণী। দিল্লির অ্যাপোলো হাসপাতালে স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আবার এক দিন দিন থাকতে হয়েছিল তাঁকে। ২০২৪ সালের গোড়ায় ভারত সরকারের তরফ থেকে প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। শারীরিক ভাবে দুর্বল হওয়ায় আডবাণীর বাড়িতে গিয়ে তাঁর হাতে ভারতরত্ন তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।