এ ভাবেই পুরকর্মীদের পেটানো হয় বলে অভিযোগ। ছবি: টুইটার থেকে নেওয়া।
পুরকর্মীদের বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠল দিল্লির প্রাক্তন কংগ্রেস বিধায়ক মহম্মদ আসিফ খানের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়েছে (আনন্দবাজার অনলাইন ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। পুরকর্মীদের মারধরের অভিযোগে আসিফের বিরুদ্ধে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ
পুলিশ সূত্রের খবর, ওখালার প্রাক্তন বিধায়ক আসিফ তাঁর বাড়ির সামনে সরকারি জমিতে হোর্ডিং এবং পোস্টার ঝুলিয়েছিলেন। শুক্রবার দক্ষিণ দিল্লি পুরসভার কর্মীরা সেগুলি সরাতে গেলে বচসা বাধে। সে সময় আসিফ এবং তাঁর সঙ্গীরা মারধর করেন পুরকর্মীদের। এর পর পুরকর্মীদের কান ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলেও অভিযোগ।
"We are registering a case in connection with a viral video where former Congress MLA from Okhla, Asif Khan was seen misbehaving with some people who had removed a poster outside his home," says Delhi Police. pic.twitter.com/5jd5muyOhw
— ANI (@ANI) November 26, 2021
দিল্লি পুলিশ টুইটারে জানিয়েছে, ‘ঘটনার ভিডিয়ো দেখার পর আমরা পোস্টার সরানোর ঘটনায় প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে মামলা অশিষ্ট আচরণের অভিযোগে রুজু করেছি।’
মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আসিফ। তবে সংবাদসংস্থাকে তিনি বলেন, ‘‘আমার এলাকায় আম আদমি পার্টির বিধায়ক এবং পুর প্রতিনিধির পোস্টার রয়েছে ওই এলাকাতেই। কিন্তু সেগুলিতে হাত না দিয়ে পুরকর্মীরা শুধু আমার পোস্টার ছিঁড়ছিলেন।’’
প্রসঙ্গত, দু’বছর আগে মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে আকাশের বিরুদ্ধে ইনদওর পুরসভার এক আধিকারিককে ক্রিকেট ব্যাট দিয়ে পেটানোর অভিযোগ উঠেছিল। ঘটনার জেরে গ্রেফতারও করা হয় আকাশকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy