পহেলগাম হামলার জবাব দিতে নিয়ন্ত্রণ রেখার ওপারে গিয়ে ভারতীয় সেনা অভিযান চালাতে পারে বলে মনে করেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী।
মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে পহেলগামের জঙ্গি হামলার পরের পরিস্থিতি সামলাতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন সেনাপ্রধানের বক্তব্য, ‘‘এ বারে সেনাকে দেখতে হবে তাদের করণীয় কি?’’ তাঁর মতে, আগে অনেক বারই সীমান্তের এপার থেকে গোলাবর্ষণ করে পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। কিন্তু তা ধ্বংস করার পরে ফের ঘাঁটি গড়ে ওঠে। ফলে অন্য উপায়ে পাকিস্তানকে আঘাত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলার পরে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল পাক সেনা। আবার পুলওয়ামায় সিআরপি কনভয়ে হামলার পরে পাকিস্তানের বালাকোটে হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা।
প্রশ্ন হল, এ বার কোন পথে হাঁটতে পারে ভারত? প্রাক্তন সেনাপ্রধানের মতে, সেনার সরাসরি অভিযানের পাশাপাশি প্রয়োজনে জঙ্গিদের বিরুদ্ধে গোপন অভিযানও চালাতে পারে ভারত।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)