প্রতীকী ছবি।
চিটফান্ড সংস্থা খুলে আমানতকারীদের সঙ্গে ৮৭০ কোটি টাকার প্রতারণার অভিযোগে শুক্রবার পাজি মার্কেটিং সংস্থার দুই কর্মকর্তাকে ২৭ বছরের কারাদণ্ড এবং ১৭১.৭৪ কোটি টাকার জরিমানা করল তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের একটি আদালত।
অভিযুক্তদের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে সিবিআই ২০১১ সালের ১৫ জুন তদন্ত শুরু করে। ১১ বছর পার করে সেই মামলারই রায় দিল আদালত।
সিবিআইকে এই মামলার তদন্তভার দেওয়া হয়েছিল। সিবিআই এক বিবৃতিতে জানিয়েছে, সংস্থার দুই ডিরেক্টর কে মোহনরাজ এবং কমলাভল্লিকে ২৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৭১.৭৪ কোটি টাকা জরিমানা করেছে আদালত। পাজি ফরেক্স ট্রেডিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, পাজি ট্রেডিং ইনকর্পোরেটেড এবং পাজি মার্কেটিং কোম্পানি— এই তিন সংস্থার নামে সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল ওই দুই ডিরেক্টরের বিরুদ্ধে।
এই বেসরকারি সংস্থাগুলির নামে ২০০৮-এর জুলাই থেকে ২০০৯-এর সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন প্রকল্প চালু করা হয়। অভিযোগ ছিল, দ্বিগুণ থেকে তিনগুণ টাকা ফেরত দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে প্রায় ৮৭০ কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয় আমানতকারীরা খুব অল্প সময়ের মধ্যে একটি বিশাল লভ্যাংশ হাতে পাবেন। একই সঙ্গে সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে টাকা তোলার অভিযোগও ওঠে দুই ডিরেক্টরর বিরুদ্ধে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy