Advertisement
৩১ অক্টোবর ২০২৪
Paragliding World Cup 2024

প্যারাগ্লাইডিং করতে করতে পাহাড়ে ধাক্কা! মানালিতে মৃত্যু বিদেশি প্রতিযোগীর, ৪৮ ঘণ্টায় দ্বিতীয় দুর্ঘটনা

২০২৪ সালের প্যারাগ্লাইডিং বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে হিমাচল প্রদেশে। সেখানকার বীর গ্রাম প্যারাগ্লাইডিংয়ের ‘স্বর্গ’ হিসাবে পরিচিত। সেখানেই গত ৪৮ ঘণ্টায় পর পর দুই প্রতিযোগীর মৃত্যু হল।

ভারতে প্যারাগ্লাইডিং করতে এসে মৃত্যু বিদেশি প্রতিযোগীদের।

ভারতে প্যারাগ্লাইডিং করতে এসে মৃত্যু বিদেশি প্রতিযোগীদের। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৫:১২
Share: Save:

আরও এক বিদেশি প্যারাগ্লাইডারের মৃত্যু হল হিমাচল প্রদেশে। প্যারাগ্লাইডিং করার সময়ে পাহাড়ে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় হিমাচল প্রদেশে পর পর দু’জন বিদেশি প্যারাগ্লাইডারের মৃত্যু হল।

২০২৪ সালের প্যারাগ্লাইডিং বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে হিমাচল প্রদেশে। সেখানকার বীর গ্রাম প্যারাগ্লাইডিংয়ের ‘স্বর্গ’ হিসাবে পরিচিত। বিশ্বকাপ উপলক্ষেই বিদেশি প্যারাগ্লাইডারদের সমাগম হয়েছে ভারতে। আগামী ২ নভেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হবে। তার আগে পর পর দুঃসংবাদ আসছে। দু’দিনে দুই বিদেশি প্রতিযোগীর মৃত্যু হল দুর্ঘটনায়।

বুধবার মানালিতে বীর গ্রামের কাছেই প্যারাগ্লাইডিং অভ্যাস করছিলেন চেক রিপাবলিকের নাগরিক ডিটা মিসুরকোভা (৪৩)। বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। একক ভাবেই প্যারাগ্লাইডিং করার কথা ছিল তাঁর। কিন্তু প্যারাসুট নিয়ে আকাশে ভেসে থাকার সময়ে পাহাড়ের কাছে ভারসাম্য রাখতে পারেননি। জোরে হাওয়া বইছিল ওই সময়ে। তাই ভারসাম্য হারিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা খান তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবারই বীরে আরও এক বিদেশি প্যারাগ্লাইডারের মৃত্যু হয়েছে। তিনি বেলজিয়ামের বাসিন্দা। ভারতে এসেছিলেন প্যারাগ্লাইডিং বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য। মঙ্গলবার প্যারাগ্লাইডিং অভ্যাস করার সময়ে তিনি উল্টো দিক থেকে আসা পোল্যান্ডের প্যারাগ্লাইডারের সঙ্গে ধাক্কা খান। ঠিক সময়ে প্যারাসুট খুলতে পারেননি তিনি। পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। পোলিশ প্রতিযোগীও জখম হয়েছিলেন সেই দুর্ঘটনায়।

এর আগে সোমবারও হিমাচল প্রদেশে আসা এক বিদেশি প্যারাগ্লাইডারের মৃত্যু হয়েছে। তবে তা দুর্ঘটনায় নয়। হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। চিকিৎসকদের অনুমান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বিদেশি প্রতিযোগীর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE