দু’টুকরো হয়ে যাওয়া বিমানটি। ছবি: সংগৃহীত।
অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে কেরলের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। বিজেপি সাংসদ কে জে আলফোন্স জানিয়েছেন, মৃতদের মধ্যে ওই বিমানের এক জন চালকও রয়েছেন। এই দুর্ঘটনায় আহত কম পক্ষে ১১২। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
করোনা-পরিস্থিতির আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়দের এ দেশে নিয়ে আসছিল দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমানটি। দুবাই থেকে কোঝিকোড়গামী ওই বিমানে কর্মী ও যাত্রী-সহ মোট ১৯১ জন ছিলেন বলে জানা গিয়েছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে রাজীব জৈন জানিয়েছেন, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০টি শিশু, ২ জন বিমানচালক এবং ৫ জন বিমানকর্মী ছিলেন।
এ দিন রাতে কারুপুর বিমানবন্দরে নামার সময় বিমানটির দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অত্যন্ত ভারী বৃষ্টির মাঝে বিমানটি অবতরণের চেষ্টা করছিল। সে সময়ই বিমানের চাকা পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী টুইটারে জানিয়েছেন, রানওয়ে থেকে পিছলে গিয়ে বিমানটি ৩৬ ফুট খাদে পড়ে দু’টুকরো হয়ে যায়।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
Deeply anguished & distressed at the air accident in Kozhikode.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 7, 2020
The @FlyWithIX flight number AXB-1344 on its way from Dubai to Kozhikode with 191 persons on board, overshot the runway in rainy conditions & went down 35 ft. into a slope before breaking up into two pieces.
Deeply anguished & distressed at the air accident in Kozhikode.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 7, 2020
The @FlyWithIX flight number AXB-1344 on its way from Dubai to Kozhikode with 191 persons on board, overshot the runway in rainy conditions & went down 35 ft. into a slope before breaking up into two pieces.
ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুল্যান্স এবং দমকলবাহিনী-সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। বিমানে আটকে পড়া সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। তবে আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা গুরুতর। ফলে হতাহতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন টুইট করে জানিয়েছেন, কোঝিকোড়ের কারিপুরে বিমান দুর্ঘটনায় পুলিশ এবং দমকলকে প্রয়োজনীয় ব্য়বস্থা গ্রহণে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসা জন্যও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: প্রশাসনিক জটিলতায় কেষ্টপুরে বাড়িতে ১৮ ঘণ্টা আটকে বৃদ্ধার দেহ
আরও পড়ুন: ‘মোদীর বাংলা’ গড়ার ডাক, ৩ কোটি সদস্যপদের অভিযানে বিজেপি
Distressed to learn about the tragic accident of Air India Express aircraft in Kozhikode, Kerala.
— Amit Shah (@AmitShah) August 7, 2020
Have instructed NDRF to reach the site at the earliest and assist with the rescue operations.
এক বিবৃতিতে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বিমানের চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর শোনার পর এ দিন রাতে তা নিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে তিনি লিখেছেন, ‘‘কেরলের কোঝিকো়ড়ে এই দুঃখজনক দুর্ঘটনার কথা জানতে পেরে পীড়িত। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-কে ঘটনাস্থলের পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছি।’’ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Pained by the plane accident in Kozhikode. My thoughts are with those who lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Kerala CM @vijayanpinarayi Ji regarding the situation. Authorities are at the spot, providing all assistance to the affected.
— Narendra Modi (@narendramodi) August 7, 2020
টুইটারে তিনি লিখেছেন, ‘‘কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় অত্যন্ত আহত বোধ করছি। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতরা শীঘ্র সুস্থ হয়ে উঠুন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা হয়েছে। সবরকম ভাবে সহযোগিতা করতে আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy