রুদ্রপ্রয়াগে ধস। ঘটনাস্থলে উদ্ধারকারী দল। ছবি: পিটিআই।
কেদারনাথ যাওয়ার পথে অঘটন। ধসের কারণে মৃত্যু হল পাঁচ তীর্থযাত্রীর। বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ধস নামে। ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় তীর্থযাত্রীদের গাড়ি। তার জেরে পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে খবর, গুপ্তকাশী-গৌরীকুণ্ড মহাসড়কে তারসালির কাছে ধস নামে। রাস্তার ৬০ মিটার অংশ ধসে গিয়েছে। পাহাড় থেকে পাথর, মাটি এসে পড়ে তীর্থযাত্রীদের গাড়ির উপর। তার জেরেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃতদের মধ্যে তিন জন গুজরাতের বাসিন্দা। বাকি দু’জন হরিদ্বারের বাসিন্দা।
VIDEO | Five people, including three pilgrims from Gujarat, died yesterday after being buried under the debris of a landslide on the Kedarnath Yatra route in Uttarakhand's Rudraprayag.
— Press Trust of India (@PTI_News) August 12, 2023
READ: https://t.co/UIONnh8BBI pic.twitter.com/8whiwA9JMU
খবর পেয়েই ঘটনাস্থলে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু বৃষ্টির জেরে ব্যাহত হয়েছিল উদ্ধারকাজ। শুক্রবার দেহগুলি উদ্ধার করা হয়। চলতি বছরে বর্ষার মরসুমে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ধস নেমেছে। ধসের কারণে বিভিন্ন রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy