Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Jammu and Kashmir

Jammu And Kashmir: কাশ্মীরে নতুন আইএস মডিউল, গ্রেফতার পাঁচ, দশ জায়গায় হানা এনআইএ-র

কয়েক মাস ধরে নিসার ও তার সহযোগীদের উপরে নজরদারি চালান  গোয়েন্দারা। দিন দশেক আগে মামলা দায়ের করা হয়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ০৫:৫৮
Share: Save:

কাশ্মীরে আইএসের নতুন মডিউলের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি করল এনআইএ। আজ শ্রীনগর, অনন্তনাগ, অবন্তীপোরা ও বারামুলার ১০টি স্থানে হানা দিয়েছে এনআইএ। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৯ জনকে। এই মামলায় এনআইএ, ইনটেলিজেন্স বুরো ও গুপ্তচর সংস্থা র একযোগে কাজ করেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। সরকারি সূত্রের দাবি, গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে এত বড় মাপের সহযোগিতার নজির
কমই আছে।
এনআইএ-র দাবি, আইএসের খোরাসান শাখার দায়িত্বে থাকা পাকিস্তানি জঙ্গি হুজ়াইফা আল বাকিস্তানি একটি ডিজিটাল পত্রিকা প্রকাশ করত। তার মাধ্যমে অনলাইনে মৌলবাদী প্রচার চালাত আইএস। গোয়েন্দাদের দাবি, হুজ়াইফার স্ত্রী কাশ্মীরি। তিনি শ্রীনগরের বাসিন্দা আইজাজ় আহমেদ আহঙ্গারের মেয়ে। ২০১৯ সালের আফগানিস্তানের নানগরহর প্রদেশে আমেরিকান ড্রোন হামলায় নিহত হয় হুজ়াইফা। সম্প্রতি আইএসের সদস্য হওয়ার অভিযোগে আইজাজ়কেও গ্রেফতার করেছে আফগান বাহিনী।
হুজ়াইফার মৃত্যুর পরে ডিজিটাল ম্যাগাজিনটি বন্ধ ছিল। কিন্তু তার পরে ফের সেটি চালু হয়। গত বছরের মার্চ মাসে দিল্লি থেকে জাহানজ়েব সামি ওয়ানি ও তার স্ত্রী হিনা
বশির বেগকে গ্রেফতার করে
পুলিশ। তাদের অভিযোগ,
জাহানজ়েব ও হিনা আইএসের খোরাসান শাখার সদস্য। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনের সময়ে তারা মৌলবাদী প্রচার চালিয়েছিল। এক সময়ে মালয়েশিয়ায় থাকত জাহানজ়েব ও হিনা। তাদের সঙ্গে ভারত তথা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা আইএস সদস্যদের যোগাযোগ ছিল। তারাই ওই ডিজিটাল ম্যাগাজিনটি চালাচ্ছিল। সেটি ফের বন্ধ হয়ে যায়।
সম্প্রতি ফের ম্যাগাজিনটি চালু করা হয়। ভারতীয় গোয়েন্দারা আমেরিকান গোয়েন্দাদের জানান, আফগানিস্তান থেকে কাসিম খোরাসানি নামে এক জঙ্গি ওই ম্যাগাজিন চালাচ্ছে। কিন্তু আমেরিকান গোয়েন্দারা জানান, ওই ব্যক্তি ‘ডাবল ভিপিএন’ ব্যবহার করছে। তাই তার অবস্থান কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যাচ্ছে। শেষ পর্যন্ত জানা যায়, দক্ষিণ কাশ্মীরের আছাবল থেকে ম্যাগাজিনটি চালাচ্ছে উমর বাট ওরফে হাবিব
উমর নিসার।
কয়েক মাস ধরে নিসার ও তার সহযোগীদের উপরে নজরদারি চালান গোয়েন্দারা। দিন দশেক আগে মামলা দায়ের করা হয়। গত কাল গভীর রাতে কাশ্মীরের বিভিন্ন এলাকায় হানা দেয় বাহিনী।

অন্য বিষয়গুলি:

Terrorist Jammu and Kashmir isis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy