আগুনের উত্তাপ নিয়ে তীব্র শীতে গরম থাকার চেষ্টা। ছবি: পিটিআই
দিল্লির তীব্র ঠান্ডায় মৃত্যু হল আন্দোলনরত এক কৃষকের। দিল্লি-উত্তরপ্রদেশের গাজিপুর সীমানায় মৃত ওই কৃষক গলন সিংহ তোমর উত্তরপ্রদেশের মজিদাবাদের বাসিন্দা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তীব্র ঠান্ডার কারণেই মৃত্যু হয়েছে সত্তরোর্ধ্ব গলনের।
নভেম্বরের মাঝামাঝি দিল্লির একাধিক সীমানায় অবস্থান-বিক্ষোভ আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা। বহু কৃষক তার পর থেকেই খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন। দিল্লির তাপমাত্রা ঘোরাফেরা করছে ২ থেকে ৩ ডিগ্রির মধ্যে। ছোট ছোট তাঁবু করা হলেও হাড় হিম করা ঠান্ডায় রাত কাটানোই মুশকিল হয়ে পড়েছে কৃষকদের কাছে। শেষ পর্যন্ত সেই ঠান্ডাতেই মৃত্যু হল গলনের।
কৃষক আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই নিয়ে বিভিন্ন কারণে মোট ২০ জনের মৃত্যু হল। এর আগে প্রচণ্ড ঠান্ডায় মৃত্যু হয়েছে ভীম সিংহ নামে বছর আটত্রিশের এক কৃষকের। সেপ্টেম্বরে পাশ হওয়া তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সরকারের সঙ্গে ইতিমধ্যেই সাত দফা আলোচনা হয়েছে। কিন্তু কৃষকদের তিনটি কৃষি আইন প্রত্যাহারের মূল দাবি মানতে রাজি নয় মোদী সরকার। এই অবস্থায় গলনের মৃত্যুর পর মোদী সরকারের অনড় মনোভাব নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।
আরও পড়ুন: বিশ্বভারতীতে আলাপিনির ঘরে তালা, ব্যথিত প্রাক্তনীরা
আরও পড়ুন: শুভেন্দুর বাড়িতে ফুটল আরও ১ পদ্ম, বিজেপি-তে গেলেন সৌম্যেন্দু
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy