এ বার কি আন্দোলনে ইতি টেনে ঘরে ফিরবেন কৃষকরা? গ্রাফিক— সনৎ সিংহ।
লোকসভার পর রাজ্যসভা। শীতকালীন অধিবেশনের শুরুর দিনে সংসদের দুই কক্ষে ধ্বনিভোটে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১। তবে কৃষি আইন নিয়ে বিরোধীরা আলোচনার যে দাবি তুলেছিল তা রাখেনি সরকার।
শীতকালীন অধিবেশন শুরুর ঠিক আগে প্রথামাফিক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, ‘‘আমরা বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে তৈরি। আসুন, গঠনমূলক বিতর্কে অংশগ্রহণ করি।’’ স্বভাবতই জল্পনা তৈরি হয়েছিল, তা হলে কি সংসদে আইন প্রত্যাহারের পাশাপাশি এ নিয়ে আলোচনাতেও রাজি সরকার? কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, বিরোধীদের আলোচনার দাবি মানল না সরকার পক্ষ। সংসদে কোনও আলোচনা ছাড়া, ধ্বনিভোটেই শেষ পর্যন্ত পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১।
এ নিয়ে মোদী সরকারকে বিঁধতে ছাড়েনি বিরোধীরা। মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।
चर्चा नहीं होने दी-
— Rahul Gandhi (@RahulGandhi) November 29, 2021
MSP पर
शहीद अन्नदाता के लिए न्याय पर
लखीमपुर मामले में केंद्रीय मंत्री की बर्ख़ास्तगी पर…
जो छीने संसद से चर्चा का अधिकार,
फ़ेल है, डरपोक है वो सरकार।
অন্য দিকে আলোচনার দাবিতে সংসদ চত্বরে গাঁধী মূর্তির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা।
.@AITCofficial MPs protest at Mahatma Gandhi statue inside #Parliament demanding a discussion over Farm Laws Repeal Bill, 2021#WinterSession2021 pic.twitter.com/d7DvAZd6D3
— AITC in Parliament (@AITC_Parliament) November 29, 2021
কৃষি আইন আনুষ্ঠানিক ভাবে প্রত্যাহার হওয়ার পর কি রাস্তা ছেড়ে ঘরে ফিরবেন এক বছরেরও বেশি সময় ধরে আন্দোলনরত কৃষকরা? এই প্রশ্নের জবাবে কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, ‘‘ওই কৃষি আইন আসলে একটা অসুখ। এটা ভাল যে শেষপর্যন্ত তা প্রত্যাহার করা হয়েছে। এ বার দ্রুত রাষ্ট্রপতি প্রত্যাহারের বিলে স্বাক্ষর করুন। তা হলেই একমাত্র আমাদের পরবর্তী দাবিদাওয়া নিয়ে আলোচনা শুরু করতে পারব। তার মধ্যে যেমন ৭৫০-এর বেশি আন্দোলনরত কৃষকের মৃত্যু রয়েছে তেমনই রয়েছে ন্যূনতম সহায়ক মূল্য ও কৃষকদের উপর মিথ্যে মামলা নিয়ে আলোচনা।
Farm laws have been a disease and it’s good that they are revoked. Let the President put the stamp on the bill then we will discuss other issues like 750 farmers who died, MSP, and quashing the cases lodged against farmers: Bharatiya Kisan Union (BKU) leader Rakesh Tikait pic.twitter.com/hZuvgzeNPo
— ANI (@ANI) November 29, 2021
বিরোধী নেতাদের একটি অংশ বলছে, আইন পাশ করানোর সময় কোনও বিতর্কের ধার ধারেনি সরকার। আবার চাপের মুখে, উত্তরপ্রদেশে মুখ পোড়ার ভয়ে যখন আইন প্রত্যাহার করতে বাধ্য হচ্ছেন মোদী, তখনও বিতর্কে নামতে চাইল না তারা। বিরোধীদের কটাক্ষ, এর চেয়ে ধারাবাহিক সরকার আর কী হতে পারে!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy