আমেরিকাফেরত অবৈধবাসী ভারতীয়দের বিষয়ে সরকারের জবাব চেয়ে যখন সংসদ উত্তাল, তখন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিরোধীদের বোঝাতে চেয়েছেন যে, এই ধরনের ঘটনা প্রথম নয়। ২০০৯ সাল থেকে কত জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা, সেই তথ্য দিয়েছেন তিনি। ঘটনাচক্রে, ২০০৯ সালে দেশে ইউপিএ সরকারের দ্বিতীয় জমানা ছিল। এর পরই বিদেশমন্ত্রী গত ১৫ বছরের একটি তথ্য তুলে ধরেন সংসদে। তাতে ২০০৯ সাল থেকে ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত কত জন অবৈধবাসী ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরেন।
রাজ্যসভায় বিদেশমন্ত্রী জানিয়েছেন, ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত ১৫ হাজার ৭৫৬ জন অবৈধবাসী ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। তবে সেই তথ্য বলছে, ২০১৯ সালে সবচেয়ে বেশি অবৈধবাসী ভারতীয়কে ফেরত পাঠিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ। ওই বছরে আমেরিকাফেরত অবৈধবাসী ভারতীয়ের সংখ্যা ছিল ২,০৪২। ঘটনাচক্রে, সেই সময়ও আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প এবং দেশে তখন নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় জমানা। তথ্য বলছে, ২০১৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে আমেরিকা থেকে দেশে ফিরেছেন ৬,২১৫ জন অবৈধবাসী ভারতীয়। অন্য দিকে, ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে আমেরিকার ফেরত পাঠানো ভারতীয়ের সংখ্যা ছিল ৪,৮০৬।
আরও পড়ুন:
বিদেশমন্ত্রীর দেওয়া তথ্য বলছে, ২০০৯ সাল থেকে ২০১৩ পর্যন্ত অবৈধবাসী ভারতীয়ের সংখ্যা ছিল ৩,১৭৫। ফলে পরিসংখ্যান বলছে, মোদী জমানায় আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়েছে। পরিসংখ্যানে প্রকাশ, সবচেয়ে বেশি অবৈধবাসী ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে ২০১৯ সালে (২,০৪২)। তার পর ২০২০ সালে (১,৮৮৯), ২০২৪ (১,৩৬৮), ২০১৬ (১,৩০৩), ২০১৮ (১,১৮০), ২০১৭ (১,০২৪)।
ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন বিদেশসচিব মার্কে রুবিয়ো ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে অবৈধ অভিবাসীদের প্রসঙ্গ তোলেন। সেই সময়েই ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, অবৈধ অভিবাসী নিয়ে ট্রাম্প প্রশাসন কড়া পদক্ষেপ করতে চলেছে। তার পরই আমেরিকায় শুরু হয় অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণের কাজ। গত বুধবারই ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। শুধু ভারতই নয়, আরও বেশ কয়েকটি দেশের অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া জারি রেখেছে আমেরিকা।