Advertisement
২৪ নভেম্বর ২০২৪
Jaishankar on Terrorism

‘আলোচনার যুগ শেষ’, সীমান্তের ওপার থেকে সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের

ভারতের মাটিতে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই, কেন্দ্রীয় সরকার বার বার নানা ভাবে তা ব্যাখ্যা করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়েরও ডাক দেওয়া হয়েছে।

External affairs Minister S Jaishankar declared that the time for continuous dialogue with Pakistan has come to an end

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৪ ১৫:৪৮
Share: Save:

গত কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। সূত্রের খবর, বেশির ভাগ ক্ষেত্রেই এই সব জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানের পরোক্ষ মদত রয়েছে। সেই আবহেই পাকিস্তানকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্ট জানালেন, আলোচনার যুগ শেষ হয়েছে। বিদেশমন্ত্রী মনে করিয়ে দেন, আলোচনা এবং সন্ত্রাসবাদ কখনই এক সঙ্গে চলতে পারে না।

ভারতের মাটিতে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই, কেন্দ্রীয় সরকার বার বার নানা ভাবে তা ব্যাখ্যা করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়েরও ডাক দেওয়া হয়েছে। এই সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে বহু বার তপ্ত আলোচনা হয়েছে। তবে কোনও রফাসূত্র মেলেনি। শুক্রবার বই প্রকাশের এক অনুষ্ঠানে হাজির হয়ে জয়শঙ্কর জানান, পাকিস্তান নিয়ে কোনও ভাবেই আর নরম পন্থা নেবে না ভারত।

জয়শঙ্কর বলেন, ‘‘পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ। সব কর্মেরই ফল ভুগতে হবে।’’ পাকিস্তান এবং জঙ্গিদমন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে বিদেশমন্ত্রী বলেন, ‘‘আমরা আর চুপ থাকব না। আমরা নিষ্ক্রিয় নই। ইতিবাচক হোক বা নেতিবাচক, আমরা জবাব দেবই। কোনও ভাবেই সমঝোতার পথে হাঁটব না।’’

বিদেশমন্ত্রী জানান, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে যে উত্তেজনা শুরু হয়েছিল, তা এখন শেষ হয়েছে। এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ উঠছে। জয়শঙ্কর বলেন, ‘‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভাল করতে গিয়ে আমরা কখনই সন্ত্রাসবাদকে উপেক্ষা করতে পারি না। পাকিস্তানে সন্ত্রাসবাদ শিল্পের পর্যায়ে পৌঁছেছে। ভারত কোনও ভাবেই এ ধরনের হুমকি বরদাস্ত করবে না।’’

এখানেই থেমে থাকেননি জয়শঙ্কর। তাঁর কথায়, ‘‘পাকিস্তান বরাবর চেয়েছি আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড ঘটিয়ে ভারতকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করেছে। কিন্তু সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত কখনই আলোচনায় বসবে না।’’

শুধু পাকিস্তান নয় বাংলাদেশ নিয়েও মতামত জানিয়েছেন জয়শঙ্কর। শেখ হাসিনা সরকারের পতন, নতুন সরকার গঠন এবং বাংলাদেশে সংখ্যালুঘুদের উপর হামলার প্রসঙ্গ নিয়ে জয়শঙ্করকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কোন দেশ তাদের প্রতিবেশীদের নিয়ে চিন্তিত নয়? প্রতিবেশীদের সঙ্গে সমস্যা রয়েইছে। তবে প্রতিবেশী দেশে যে সরকারই ক্ষমতায় থাকবে, তাদের সঙ্গেই আমরা আলোচনা করব। সেটাই স্বাভাবিক।’’

অন্য বিষয়গুলি:

Jaishankar Terrorism India-Pakistan conflict
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy