এক পর্যটক হাতি দেখে চিৎকার করে ওঠেন। তাতেই রেগে ছুটে আসে হাতি। ছবি: টুইটার।
এমনিতে তারা নিজের খেয়ালেই থাকে। নিজের চালে চলে। জঙ্গল যেন তাদেরই, হাবেভাবে বুঝিয়ে দেয়। কিন্তু মাথা গরম হলে মেজাজ হারাতেও এতটুকু বেশি সময় লাগে না হাতির। বিশেষত চিৎকার-চেঁচামেচি একেবারের না-পসন্দ তাদের। সাম্প্রতিক একটি ভিডিয়োতে সেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। এক পর্যটক হাতি দেখে চিৎকার করে ওঠেন। তাতেই রেগে ছুটে আসে হাতি।
ভারতীয় বন দফতরের আধিকারিক (আইএফএস) সুশান্ত নন্দা ভিডিয়োটি পোস্ট করেন। তাতে দেখা গিয়েছে, গাড়িতে বসে মোবাইলে হাতির ভিডিয়ো তুলছিলেন এক মহিলা। তখনই গাড়িটির দিকে এগিয়ে আসে হাতিটি। দেখে তারস্বরে চিৎকার করতে শুরু করেন মহিলা। শুনে গতি বাড়িয়ে দেয় হাতি। ভিডিয়োতে শোনা গিয়েছে, এক পর্যটক চালককে সামনে এগোতে বলেন। চালক তখন গাড়ির গতি বাড়িয়ে এগোতে থাকেন। দেখে শান্ত হয়ে জঙ্গলের ভিতর ঢুকে যায় হাতিটি। দেশের কোথায় ঘটেছে এই কাণ্ড, জানা যায়নি।
ভিডিয়োটি পোস্ট করে আইএফএস অধিকারিক লেখেন, ‘‘জঙ্গলে সফরকালে হাতিকে দেখে এত ভয় পেলে যাওয়ার প্রয়োজন কী? কেন তাঁরা এত চিৎকার করছেন? মানুষের মতো ব্যবহার করুন। জঙ্গল সফরে গিয়ে সংযত এবং নম্র হন।’’ আধিকারিকের পোস্ট দেখে জনৈক সমাজমাধ্যমে প্রশ্ন করেন, ‘‘আপনার কি মনে হয়, ওই মহিলার চিৎকারে জন্যই হাতিটি তেড়ে এসেছে?’’ জবাবে আইএফএস বলেন, ‘‘হ্যাঁ। ওই চিৎকারের জন্যই বিরক্ত হয়েছিল হাতিটি।’’ মহিলা পর্যটকের ব্যবহার বিরক্তি জানিয়ে অনেকেই সরব হয়েছেন সমাজমাধ্যমে।
If one is so afraid of seeing an elephant in a safari vehicle, why do they venture into the forest & yell so loudly?
— Susanta Nanda (@susantananda3) May 10, 2023
Behave as humans & be sober & humble in jungle safaris. pic.twitter.com/6EeLROSy94
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy