শর্টসার্কিট থেকে ছড়িয়েছিল আগুন! তার জেরে অন্তত শখানেক বাড়ি পুড়ল কর্নাটকের ইয়াদগির জেলার জালিবেঞ্চি গ্রামে। মঙ্গলবার গভীর রাতের ওই ঘটনায় এখনও আতঙ্কের রেশ কাটছে না গ্রামবাসীদের।
ইতিমধ্যেই ওই অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে শর্টসার্কিটের ফলে আগুনের ফুলকি বেরোচ্ছিল। ক্রমে তা পার্শ্ববর্তী বাড়িগুলিতে ছড়িয়ে পড়ছে। এ ছাড়াও প্রকাশ্যে এসেছে একের পর এক বাড়ি পুড়তে থাকার দৃশ্যও।
আরও পড়ুন:
এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে দু’জনের আহত হওয়ার কথা জানা গিয়েছে। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল। তবে ওই ঘটনায় অন্তত শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। পুড়ে গিয়েছে বহু আসবাবপত্র ও নথিও। বহু বাড়ির আলো, পাখা, টিভি এবং রেফ্রিজারেটরের মতো গৃহস্থালির সরঞ্জামও জ্বলেপুড়ে খাক হয়ে গিয়েছে।
মঙ্গলবার গভীর রাতে যখন ঘটনাটি ঘটে, তখন গোটা গ্রাম ঘুমিয়ে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ঝোড়ো বাতাসের কারণেই এই দুর্ঘটনা ঘটে। দমকা হাওয়ায় বৈদ্যুতিক তারগুলি একে অপরের সংস্পর্শে এসে শর্টসার্কিট হয়ে যায়। আর সেখান থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। তবে এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। তত ক্ষণে অবশ্য আগুন ছড়িয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গোটা গ্রামে। বহু ক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গ্রামে পৌঁছোন আঞ্চলিক গুলবর্গা বিদ্যুৎ সরবরাহ দফতর (জেসকম)-র কর্তারাও। এখনও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে বাড়িগুলিতে বিদ্যুৎ পুনরুদ্ধারের চেষ্টা চলছে।