(বাঁ দিকে) কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ডান দিকে)। —ফাইল চিত্র।
নির্বাচনী প্রচারে ‘আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ ওঠায় একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের দু’দিন আগে, সোমবার, ওই নোটিসের জবাব পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি সভাপতি জে পি নড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে।
মহারাষ্ট্রে শিবসেনা এবং এনসিপি ভাঙিয়ে বিজেপি জোট সরকার গঠনের পর থেকে একের পর এক প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে সরিয়ে নেওয়া হয়েছে। বহু ক্ষেত্রেই এ বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা ছিল বলে বিরোধীরা অভিযোগ তুলেছে। মহারাষ্ট্রে লগ্নি চূড়ান্ত হওয়ার পরেও তা গুজরাতে চলে যাওয়ায় বিষয়টি নিয়ে এ বারের ভোটপ্রচারে সুর চড়িয়েছেন বিরোধী মহা বিকাশ আঘাড়ী (এমভিএ) নেতৃত্ব। দিন কয়েক আগে রাহুলও এ নিয়ে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারকে আক্রমণ শানান। তার পরেই এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় বিজেপি। কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল জানান, রাহুল নির্বাচনী ভাষণে রাজ্যগুলিকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে বিজেপি সংবিধান নষ্ট করার চেষ্টা করছে বলে মিথ্যাভাষণ দিয়েছেন বলেও অভিযোগ তোলে বিজেপি।
অন্য দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রচারে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ তুলেছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ কমিশনকে জানান, গত ১২ নভেম্বর ঝাড়খণ্ডের ধানবাদে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে ও বিভাজনমূলক বক্তব্য রেখেছেন শাহ। একই সঙ্গে কংগ্রেস ও তার শরিক দলগুলির বিরুদ্ধে জনজাতিদের সংরক্ষণ কেড়েনেওয়ার মতো মিথ্যে দাবিও করেছেন শাহ। দু’দলের তরফেই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তোলায় কমিশন দু’দলকেই চিঠি দিয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছে।
এ দিকে শিবসেনা (ইউবিটি)প্রধান উদ্ধব ঠাকরের কপ্টারে রাখা ব্যাগে তল্লাশির বিষয়টি নিয়ে বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলায় চাপের মুখে একাধিক নেতার কপ্টারে তল্লাশি চালাতে শুরু করেছে কমিশন। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের পরে এ বার রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি চালাল তারা। শনিবার অমরাবতীতে নির্বাচনী প্রচারে যান রাহুল। সেখানেই তাঁর কপ্টারে রাখা ব্যাগ খুলে তল্লাশি করেন কমিশনের আধিকারিকেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy