Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Mizoram Assembly Election 2023

পাঁচ নয়, চার রাজ্যের ভোটগণনা হবে রবিবার, এক রাজ্যের ফলাফল প্রকাশিত হবে পরে

শুক্রবার বিবৃতি দিয়ে দিন বদলের কথা জানাল নির্বাচন কমিশন। এই নিয়ে আর্জি জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের তরফে। তাতেই সাড়া দিল কমিশন।

image of mizoram election

রবিবার ভোট গণনা হচ্ছে না মিজ়োরামে। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ২০:৫৯
Share: Save:

চার রাজ্যে ৩ ডিসেম্বর, রবিবার বিধানসভা ভোট গণনা হলেও মিজ়োরামে হচ্ছে না। উত্তর-পূর্বের রাজ্যে তা হচ্ছে ৪ ডিসেম্বর, সোমবার। শুক্রবার বিবৃতি দিয়ে এ কথা জানাল নির্বাচন কমিশন। এই নিয়ে আর্জি জানানো হয়েছে মিজ়োরামের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের তরফে। তাতেই সাড়া দিল কমিশন।

নির্বাচন কমিশন বিবৃতিতে বলেছে, ‘‘বিভিন্ন পক্ষ থেকে গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের বদলে অন্য দিন করার অনুরোধ জানানো হয়েছিল। কারণ রবিবার মিজোরামবাসীর কাছে বিশেষ দিন।’’ কমিশন আরও বলে, ‘‘এই অনুরোধ বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, মিজ়োরামে বিধানসভা নির্বাচনের গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের পরিবর্তে ৪ ডিসেম্বর সোমবার হবে।’’

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই মিজ়োরামের বিভিন্ন সামাজিক সংগঠন, গির্জাগুলির যৌথমঞ্চ দাবি তুলেছিল যে, রবিবার যেন সেখানে ভোটগণনা না হয়। এই নিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয় তারা। সেই নিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করে মিজো নাগরিক সংগঠন।

আবেদনকারীদের দাবি, মিজ়োরামের প্রায় ৮৮ শতাংশ মানুষ খ্রিস্টান। রবিবার তাঁদের কাছে গির্জায় গিয়ে প্রার্থনার দিন। কিন্তু ভোটগণনার দিন পড়ায় তাঁদের অসুবিধা হবে। ১৫টি গির্জার যৌথ মঞ্চ ‘মিজ়োরাম কোহরন হরুয়ইতুট কমিটি’ (এমকেএইচসি) আগেই এ বিষয়ে আপত্তি জানিয়েছিল। একই দাবিতে আলাদা ভাবে কমিশনকে ‘বার্তা’ দিয়েছিল উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে প্রভাবশালী প্রেসবাইটেরিয়ান গির্জাও। গত রবিবার এই দাবিতে প্রার্থনাও হয়েছে গির্জাগুলিতে। চার্চের সেই দাবি নিয়ে শনিবার দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন মিজোরামের বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং নাগরিক সংগঠনের কো-অর্ডিনেশন কমিটি।

গত ৭ নভেম্বর এক দফায় মিজ়োরামের ৪০টি বিধানসভা আসনেই ভোট হয়েছে। গণনা আগামী রবিবার (৩ ডিসেম্বর) হওয়ার কথা ছিল। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানের সঙ্গে। ৪০টি আসনের মিজ়োরাম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ২১। প্রধান তিন দল শাসক মিজ়ো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), প্রধান বিরোধী মিজ়োরাম পিপলস‌্ মুভমেন্ট (জেডপিএম) এবং প্রাক্তন শাসক দল কংগ্রেস সব আসনেই প্রার্থী দিয়েছে। বিজেপি লড়ছে ২৩টিতে। কিছু জনমত সমীক্ষা বলছে, ৪০ আসনের বিধানসভায় এমএনএফ এবং কংগ্রেস কেউই সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ২১ ছুঁতে পারবে না। সে ক্ষেত্রে আট থেকে ১২টি আসন পেয়ে নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে জেডপিএম। কী হবে, তা জানা যাবে সোমবার।

অন্য বিষয়গুলি:

Mizoram Assembly Election 2023 election comission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy