Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
Mumbai Drugs Seizure Case

এক দশকের পুরনো সেই মামলা: আট পাকিস্তানির ২০ বছর জেলের সাজা মুম্বইয়ের বিশেষ আদালতে

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং জলপুলিশের তৎপরতায় ২০১৫ সালে আরব সাগরের উপকূলে আটক করা হয়েছিল সেই পাকিস্তানি নৌকা।

Eight Pakistani nationals get 20-year imprisonment in 2015 drugs seizure case of Mumbai

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৭:১৭
Share: Save:

প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল ২৬/১১-র ধাঁচে আবার মুম্বইয়ে হামলার জন্য ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করেছে পাকিস্তানি জঙ্গিরা। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং মুম্বই জলপুলিশের তৎপরতায় আরব সাগরের উপকূলেই আটক করা হয়েছিল সেই পাক নৌকা। তবে অস্ত্রশস্ত্র কিংবা বিস্ফোরক নয়, শেষ পর্যন্ত ধৃত পাকিস্তানিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণে মাদক।

২০১৫ সালের সেই মামলায় বুধবার ধৃত আট পাক নাগরিকের ২০ বছর করে সশ্রম কারাদণ্ডের সাজা হল মুম্বইয়ের বিশেষ আদালতে। মাদক আইনে (নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রোপিক সাবস্ট্যান্সেস বা এনডিপিএস অ্যাক্ট) এই আট জনকে দোষী সাব্যস্ত করেছেন বিশেষ আদালতের বিচারক শশীকান্ত বাঙ্গার। ২০ বছর কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২ লক্ষ টাকা করে জরিমানাও দিতে হবে।

গুজরাতের উপকূলে ধৃত আট পাক নাগরিকের নৌকা থেকে ২০টি বস্তায় রাখা ২৩২ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছিল, যার তৎকালীন বাজারমূল্য ছিল ছ’কোটি ৯৬ লক্ষ টাকা। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছিল তিনটি স্যাটেলাইট ফোন, ভারতীয় জলসীমার পথনির্দেশিকা (নেভিগেশন চার্ট) ও মানচিত্র এবং বেশ কিছু বৈদ্যুতিন সরঞ্জাম। গ্রেফতারের পরে ধৃত পাকিস্তানিদের মুম্বইয়ের ইয়েলো গেট থানার হেফাজতে পাঠানো হয়। সরকারপক্ষের আইনজীবী ধৃতদের ‘সর্বোচ্চ সাজা’র আবেদন জানিয়েছিলেন।

অন্য বিষয়গুলি:

drug case Pakistani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy