Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
NET Exam Cancellation

পরীক্ষার এক দিনের মধ্যে কেন বাতিল ইউজিসি-নেট? নেপথ্যে কি সেই প্রশ্নফাঁস? জানাল শিক্ষা মন্ত্রক

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জানিয়েছেন, নেট নিয়ে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও উঠেছে।

—ফাইল চিত্র ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২৪ ১৫:২০
Share: Save:

গবেষণার প্রবেশদ্বার নেট-এ যদি বেনিয়মের অভিযোগ ওঠে, তা হলে কোনও ভাবেই ব্যবস্থা নিতে দ্বিধা করবে না শিক্ষা মন্ত্রক। পরীক্ষাগ্রহণের এক দিন পরেই তা বাতিল করা প্রসঙ্গে তেমনটাই জানাল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়ালের দাবি, ‘‘পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্যই সিবিআইকে হস্তান্তর করা হয়েছে। নেট পরীক্ষায় যদি কোনও বেনিয়ম হয়ে থাকে, তা হলে ব্যবস্থা নিতে কোনও রকম দ্বিধা করব না আমরা।’’

বুধবার রাতে বিভিন্ন বিষয়ে গবেষণার করার জন্য প্রবেশিকা পরীক্ষা ইউজিসি-নেট বাতিল করার ঘোষণা করা হয়েছে। এই আবহেই প্রশ্ন উঠছে পরীক্ষার এক দিন পরেই কেন তড়িঘড়ি বাতিল করে দিতে হল পরীক্ষা? তা হলে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এর মতো কি নেট-এও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জানিয়েছেন, নেট নিয়ে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রয়োজন। আর সেই কারণেই বিষয়টি খতিয়ে দেখতে আপাতত পরীক্ষা বাতিল করা হয়েছে। গোবিন্দের কথায়, ‘‘১৮ জুন এনটিএ যে ইউজিসি-নেট পরীক্ষা নিয়েছিল, তাতে ৯ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। শিক্ষা মন্ত্রকের মনে হয়েছে, এই পরীক্ষায় অনিয়মের সম্ভাবনা রয়েছে। তাই মন্ত্রক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সিবিআইয়ের কাছে পাঠানো হয়েছে।’’

পাশাপাশি গোবিন্দ বলেছেন, ‘‘শিক্ষা মন্ত্রক অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। তদন্ত চলছে বলে আমরা বিশদে কিছু জানাচ্ছি না। এনটিএ-র নিজস্ব ব্যবস্থা রয়েছে এবং অনেক অংশীদার রয়েছে। পুরো বিষয়টিই তদন্তাধীন।’’

গত মঙ্গলবার (১৮ জুন) দু’টি অর্ধে নেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯ লক্ষ শিক্ষার্থী। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (১৪সি)-এর জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষায় অনিয়মের বিষয়টি নজরে আসে। তার পরেই মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় আয়োজক সংস্থা ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’ (এনটিএ)। ওই অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রক। পাশাপাশি জানানো হয়, নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। এই আবহেই পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে নতুন পরীক্ষার দিনক্ষণ নিয়ে। প্রশ্ন উঠছে, তা হলে কি তদন্ত প্রক্রিয়া না মেটা পর্যন্ত নতুন পরীক্ষার দিন ঘোষণা হবে না? এই প্রসঙ্গে শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে। যদিও নির্দিষ্ট করে কোনও তারিখ তিনি জানাননি।

গত বছরের ডিসেম্বর পর্যন্ত নেট পরীক্ষা নেওয়া হত কম্পিউটারে। কম্পিউটারের পর্দায় প্রশ্ন আসত। প্রত্যেক প্রশ্নের জন্য চারটি উত্তর দেওয়া থাকত। তার মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হত পরীক্ষার্থীদের। কিন্তু জুনের নেট-এ সেই পদ্ধতিতে বদল আনা হয়। এনটিএ কর্তৃপক্ষের তরফে পরীক্ষার আগে জানানো হয়েছিল, কম্পিউটারের বদলে এ বার ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। কেন হঠাৎ করে চালু পদ্ধতিতে বদল আনতে হল এনটিএ-কে? এই নিয়ে গোবিন্দ খোলসা করে কিছু না বললেও তাঁর মন্তব্য, ‘‘এনটিএ-তে অনেক অংশীদার রয়েছেন। সব অংশীদারের কথা ভেবেই কোনও পদ্ধতিতে বদল আনা হয়।’’

অন্য বিষয়গুলি:

NET Exam Cancellation NET Exam education ministry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy