কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। মঙ্গলবার দুপুরে এই কম্পন অনুভূত হয় দিল্লি ছাড়াও পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরেও। দুপুর ১টা ৩৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার গান্ডো ভালেসা গ্রামে ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে।
Earthquake of Magnitude:5.4, Occurred on 13-06-2023, 13:33:42 IST, Lat: 33.15 & Long: 75.82, Depth: 6 Km ,Location: Doda, Jammu and Kashmir, India for more information Download the BhooKamp App https://t.co/OyJTMLYeSm@ndmaindia @Dr_Mishra1966 @Indiametdept @KirenRijiju pic.twitter.com/6Ezq3dbyNE
— National Center for Seismology (@NCS_Earthquake) June 13, 2023
শ্রীনগরের এক বাসিন্দা বলেন, “হঠাৎ জোর ঝটকা অনুভব করলাম। তার পরই দেখলাম আশপাশের মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসছেন। সামনেই একটা স্কুল রয়েছে। সেখানেও পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সকলকে বাইরে বার করে নিয়ে আসা হয়। গত সপ্তাহের থেকেও এই কম্পন ভয়াবহ ছিল।” তবে এই কম্পনে হতাহত এবং ক্ষয়ক্ষতির খবর এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুধু ভারত নয়, এই কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান এবং চিনেও।