—প্রতীকী চিত্র।
রবিবার বিকেলেই ভূমিকম্পে কেঁপেছিল রাজধানী দিল্লি। তার পর ২৪ ঘণ্টাও কাটেনি। এর মধ্যেই আবার কম্পন অনুভূত হল উত্তর ভারতে। এ বার কম্পনস্থল উত্তরাখণ্ড। সোমবার সকালে এই পাহাড়ি রাজ্যটিতে মৃদু কম্পন হয়েছে।
রিখটার স্কেলে উত্তরাখণ্ডে কম্পনের মাত্রা ছিল ৪। সোমবার সকাল ৯টা ১১ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। জাতীয় ভূকম্পনকেন্দ্রের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল পিথোরাগড় শহর থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পূর্বে। কম্পন হয়েছে মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীরে।
রবিবার বিকেল ৪টে ৮ মিনিটে ভূমিকম্প হয় দিল্লি এবং হরিয়ানায়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩.১। কম্পনের উৎসস্থল হরিয়ানার ফরিদাবাদের ৯ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই নিয়ে ১৭ ঘণ্টার ব্যবধানে উত্তর ভারতে পর পর দু’বার ভূমিকম্প হল। অবশ্য কম্পনের তীব্রতা বেশি না হওয়ায় কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে গত ৩ অক্টোবর দিল্লিতে আরও এক বার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে বার কম্পনের উৎসস্থল ছিল নেপাল। পর পর চার বার জোরালো ভাবে কেঁপে উঠেছিল নেপালের মাটি। যার প্রভাব পড়েছিল দিল্লি, এনসিআরের পাশাপাশি উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতে। কম্পন অনুভূত হয়েছিল উত্তরাখণ্ডের কিছু কিছু অংশ, চণ্ডীগড়, জয়পুরেও। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে ৪.৬, ৬.২, ৩.৮ এবং ৩.১।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy