মন্দিরে পুজো চলছে। তার মাঝেই উড়ছে সিপিএমের যুবদল ডিওয়াইএফআইয়ের পতাকা। বাজানো হচ্ছে গানও। সম্প্রতি এমনটাই ঘটেছে কেরলের কোল্লাম জেলায়। খবর প্রকাশ্যে আসতেই রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি, কংগ্রেস-নেতৃত্বাধীন ইউডিএফ সহ অন্যান্য বিরোধী দল।
শনিবার ত্রিভাঙ্কুর দেবস্বম বোর্ড (টিডিবি)-র সভাপতি পিএস প্রশান্ত সংবাদসংস্থাকে জানিয়েছেন, কোল্লাম জেলার কাডাক্কাল মন্দিরের এক অনুষ্ঠানে সম্প্রতি ডিওয়াইএফআইয়ের পতাকা ওড়ানো হয়। পাশাপাশি, সিপিএম-এর গানও বাজানো হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে টিডিবি। তদন্ত রিপোর্ট এলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশান্তের যুক্তি, মন্দিরচত্বরে রাজনৈতিক পতাকা কিংবা প্রতীক প্রদর্শন আদালত কর্তৃক কঠোরভাবে নিষিদ্ধ। সেই মতো বোর্ড তাদের নিয়ন্ত্রণাধীন সমস্ত উপাসনালয়ে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।
আরও পড়ুন:
অন্য দিকে, ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক দলের পতাকা প্রদর্শন নিয়ে নানা মহলে শুরু হয়েছে সমালোচনা। ইউডিএফের বিরোধী দলনেতা ভিডি সতীসন বলেন, ‘‘কোল্লামের কাডাক্কাল মন্দিরে অনুষ্ঠানের সময় বাম দলের পতাকা প্রদর্শিত হয়েছে। এ ছাড়াও, প্রয়াত সিপিএমকর্মী পুষ্পনকে নিয়ে একটি গানও পরিবেশন করা হয়। কেন? গান গাওয়ার কি আর কোনও জায়গা নেই? ভক্তদের কেন প্রশ্ন করা হচ্ছে যে তাঁরা পুষ্পনকে চেনেন কিনা? এরা নির্লজ্জ একটি দল। তাদের উদ্দেশ্য রাজ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি করে বিজেপির জন্য জমি করে দেওয়া।’’
তবে টিডিপি জানিয়েছে, শুধু সিপিএমই নয়, গত সপ্তাহে পেরুম্বাভুরের আর একটি মন্দিরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএসের একটি মহড়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রশান্তের কথায়, ‘‘সে ক্ষেত্রেও আমরা একই অবস্থান নিয়েছি। মন্দিরের ভিতরে কোনও রকম রাজনৈতিক দলের পতাকা, প্রতীক বা কার্যকলাপের অনুমতি দেওয়া হবে না। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টিডিবির কোনও রাজনৈতিক সম্পৃক্ততা নেই।’’