Advertisement
E-Paper

‘বিধবা এবং আদিবাসী বলেই রাষ্ট্রপতি দ্রৌপদী অনাহূত নয়া সংসদ ভবনে’, অভিযোগ স্ট্যালিন-পুত্রের

গত ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে। গত মঙ্গলবার সেই ভবনে প্রথম অধিবেশনের দিনেও মোদী সরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানায়নি।

DMK leader Udhayanidhi Stalin claims, President Droupadi Murmu not invited to new Parliament as she is tribal, widow

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৫
Share
Save

গত ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে। গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সেই ভবনে লোকসভা এবং রাজ্যসভার প্রথম অধিবেশনের দিনেও নরেন্দ্র মোদী সরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানায়নি বলে বিরোধীদের অভিযোগ। এই আবহে গোটা বিতর্ককে নতুন মাত্রা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি। তাঁর দাবি, রাষ্ট্রপতি দ্রৌপদী বিধবা এবং আদিবাসী জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধি বলেই বিজেপি সরকার ব্রাত্য করে রেখেছে তাঁকে।

স্ট্যালিন মন্ত্রিসভার সদস্য তথা জনপ্রিয় তামিল অভিনেতা উদয়নিধি বুধবার বলেন, ‘‘রাষ্ট্রপতি দেশের প্রথম নাগরিক। অথচ নতুন সংসদ ভবনের উদ্বোধন এবং সূচনা অধিবেশন থেকে দূরে সরিয়ে রাখা হল। তিনি বিধবা এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি বলেই তাঁর সঙ্গে এমনটা ঘটল। এটাই সনাতন ধর্ম? তা হলে বলব, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’’ প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর উদয়নিধি চেন্নাইয়ে লেখকদের একটি অনুষ্ঠানে সনাতন ধর্মকে অপমান করেছিলেন বলে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের অভিযোগ। উদয়নিধির বিরুদ্ধে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়েছে ইতিমধ্যে। এই পরিস্থিতিতে উদয়নিধির মন্তব্যকে ‘পাল্টা চাপের রণনীতি’ বলেই মনে করা হচ্ছে।

বিরোধীদের দাবি, লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নিজেই সব কৃতিত্ব নিতে উদ্যোগী হয়েছেন। তিনি নিজে প্রচারের সব আলো শুষে নিতে চান। সেই কারণে উপেক্ষা করা হচ্ছে দেশের প্রথম আদিবাসী (তফসিলি জনজাতি) রাষ্ট্রপতি দ্রৌপদীকে। কিন্তু স্ট্যালিন-পুত্রের ‘বিধবা এবং আদিবাসী’ মন্তব্য এ বার পুরো বিতর্ককে নতুন মাত্রা দিল। প্রসঙ্গত, নতুন সংসদ ভবনের শিলান্যাস হয়েছিল ১০ ডিসেম্বর, ২০২০ সালে। কিন্তু সেই শিলান্যাস অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানানো হয়নি। পরবর্তী ধাপে ২০২২ সালের ১১ জুলাই যখন জাতীয় প্রতীক সিংহের ব্রোঞ্জের মূর্তির উদ্বোধন হয়, তখনও আমন্ত্রিতের তালিকায় তাঁর নাম ছিল না। যদিও সে সময়ও রাষ্ট্রপতির আসনে ছিলেন তফসিলি জনজাতি (দলিত) গোষ্ঠীর নেতা কোবিন্দ।

Udhayanidhi Stalin Droupadi Murmu DMK New Parliament Building

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।