(বাঁ দিক থেকে) নরেন্দ্র মোদী, মনমোহন সিংহ এবং রাহুল গান্ধী। ছবি: পিটিআই।
বিদায়বেলায় মনমোহন সিংহকে অপমান করার অভিযোগ তুলেছিল কংগ্রেস। হাত শিবিরের তরফে দাবি করা হয়, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যে একাধিক ‘অব্যবস্থা’ দেখা গিয়েছে। আগেই কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়েছিল বিজেপি। এ বার সরকারের তরফে মুখ খুললেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার দুই সদস্য হরদীপ সিংহ পুরী এবং অশ্বিনী বৈষ্ণব। দুই মন্ত্রীর অভিযোগ, কংগ্রেস ‘নোংরা রাজনীতি’ করছে। পাশাপাশি ভারতের প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রীকে অপমান করার যে অভিযোগ তুুলেছিল কংগ্রেস, তার পাল্টা হিসাবে মোদী মন্ত্রিসভার সদস্য হরদীপ সিংহ পুরী কংগ্রেস আমলে ‘শিখ নিধন দাঙ্গার’ প্রসঙ্গ তুললেন।
শনিবার সমাজমাধ্যমে রাহুল গান্ধী লিখেছিলেন, “আজ দিল্লির নিগমবোধ ঘাট শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করে ভারতমাতার মহান সন্তান এবং প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে অপমান করেছে কেন্দ্র।” রবিবার তার পাল্টা হিসাবে কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী পুরী বললেন, “যখন আমার সম্প্রদায়ের ৩০০০ জন মানুষকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল, তখন শিখেদের জন্য তাদের (কংগ্রেস) শ্রদ্ধা কোথায় ছিল?” শিখ ধর্মাবলম্বী পুরী ১৯৮৪-র ‘দাঙ্গার’ প্রসঙ্গ তুলে আক্রমণ করেন কংগ্রেসকে।
রবিবার পুরী দাবি করেন, মনমোহনের শেষকৃত্য নিয়ে কোনও বিতর্ক নেই। কংগ্রেস নোংরা রাজনীতি করে বিতর্ক তৈরি করছে বলেও দাবি করেন মন্ত্রী। রাজঘাটের পরিবর্তে দিল্লির নিগমবোধ ঘাটে কেন মনমোহনের শেষকৃত্য সম্পন্ন করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। রবিবার সেই প্রশ্নের জবাব দিয়ে পুরী বলেন, “দিল্লিতে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। রাজঘাটে জল জমার সমস্যা রয়েছে।”
কংগ্রেসের তোলা প্রশ্নের উত্তর দিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটেন পুরী। কংগ্রেসের বিরুদ্ধে আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওকে আক্রমণ করার অভিযোগ তোলেন তিনি। বলেন, “এই কংগ্রেসই পিভি নরসিংহ রাওয়ের মরদেহ দলের সদর দফতরে ঢুকতে দেয়নি। তাঁর শেষকৃত্য হায়দরাবাদে হয়েছিল।”
প্রায় একই সুরে কংগ্রেসের উদ্দেশে আক্রমণ শানান মন্ত্রিসভার আর এক সদস্য অশ্বিনী বৈষ্ণবও। তিনি বলেন, “মনমোহন সিংহের শেষ যাত্রার রাজনীতিকরণ করছে কংগ্রেস। মনমোহন প্রধানমন্ত্রী থাকার সময়ে কংগ্রেস তাঁকে বার বার কোণঠাসা করেছে। এখন তারা ভন্ডামি করছে।”
শনিবার মনমোহনের শেষকৃত্যে ‘অশ্রদ্ধা’ এবং ‘অব্যবস্থা’র ৯ দফা নমুনা তুলে ধরে কংগ্রেস। শনিবার নয়াদিল্লির নিগমবোধ শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর। কেন নির্দিষ্ট স্মৃতিসৌধে মনমোহনের শেষকৃত্য হল না, তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। রাহুল গান্ধী সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে মনমোহনকে অপমান করার অভিযোগ তোলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy