Advertisement
২২ নভেম্বর ২০২৪
Derek O'Brien

‘বাড়ি বাড়ি পিৎজা ডেলিভার করছি নাকি?’ একের পর এক বিল পাশ নিয়ে মোদী সরকারকে কটাক্ষ ডেরেকের

দীর্ঘ দিন আটকে থাকার পর মঙ্গলবার সংসদে বিতর্কিত তিন তালাক বিল রাজ্যসভাতেও পাশ করিয়ে নিয়েছে মোদী সরকার।

একের পর এক বিল পাশ নিয়ে মোদী সরকারকে আক্রমণ ডেরেকের। —ফাইল চিত্র।

একের পর এক বিল পাশ নিয়ে মোদী সরকারকে আক্রমণ ডেরেকের। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৬:০৬
Share: Save:

সংসদের অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়েছে ৭ অগস্ট পর্যন্ত। তবে প্রশ্নোত্তর পর্বের বদলে সেখানে রোজ কোনও না কোনও বিল পাশ করিয়ে নেওয়া হচ্ছে। তা নিয়ে এ বার নরেন্দ্র মোদী সরকারকে বিঁধলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর প্রশ্ন, ‘বিল পাশ করাচ্ছি, না বাড়ি বাড়ি পিৎজা ডেলিভার করছি আমরা?’

বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডলে একটি রিপোর্ট প্রকাশ করেন ডেরেক। তাতে দেখা যায়, ২০০৪-২০০৯ পর্যন্ত, ইউপিএ-১ আমলে সংসদে যত বিল পাশ হয়েছিল, তার ৬০ শতাংশ নিয়েই বিতর্ক হয়েছিল। ২০০৯-২০১৪, ইউপিএ-২ আমলে মোট পাশ হওয়া বিলের ৭১ শতাংশ নিয়ে বিতর্কের সুযোগ পায় রাজনৈতিক দলগুলি। কিন্তু ২০১৪-২০১৯, মোদী সরকারের প্রথম দফায় মাত্র ২৬ শতাংশ বিল নিয়ে বিতর্কের অবকাশ ছিল। এ বছর দ্বিতীয় বারের জন্য নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত ১৮টি বিল পাশ হয়েছে। তবে তার মধ্যে মাত্র একটি বিল নিয়ে বিতর্কের সুযোগ পেয়েছেন বিরোধীরা।

ওই টুইটে ডেরেক লেখেন, ‘সংসদে বিল নিয়ে বিতর্ক হওয়াই রীতি। এ বারে সেই সুযোগ কতটা মিলেছে, এই তালিকাতেই তা স্পষ্ট। আমরা বিল পাশ করছি না বাড়ি বাড়ি পিৎজা ডেলিভার করছি?’

আরও পড়ুন: উন্নাওয়ের নির্যাতিতার চিঠি পাননি, জানালেন প্রধান বিচারপতি, শুনানি কাল সুপ্রিম কোর্টে​

দীর্ঘ দিন আটকে থাকার পর মঙ্গলবার সংসদে বিতর্কিত তিন তালাক বিল রাজ্যসভাতেও পাশ করিয়ে নিয়েছে মোদী সরকার। এর আগে, চলতি বাদল অধিবেশনেই সংসদের উভয় কক্ষে আরটিআই সংশোধনী বিল এবং এনআইএ সংশোধনী বিল-সহ একাধিক বিল পাশ করিয়ে নিয়েছে তারা। সংখ্যাগরিষ্ঠতার জোরে লোকসভায় পাশ করিয়ে নিয়েছে ইউএপিএ এবং মোটর ভেহিক্‌ল সংশোধনী বিলের মতো আরও বেশ কিছু বিল। তা নিয়ে মঙ্গলবারও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, বিরোধীদের আপত্তি উড়িয়ে যে হারে একের পর এক বিল পাশ করিয়ে নেওয়া হচ্ছে, তাতে সংসদ ভবনকে প্রহসনে পরিণত করে ছেড়েছে মোদী সরকার। বিরোধী কণ্ঠস্বর রোধ করতেই সরকার এমন পদক্ষেপ করছে বলেও দাবি করেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আরও পড়ুন: স্পা-এর আড়ালে দেহব্যবসা, বালিগঞ্জে তাইল্যান্ডের দুই তরুণী-সহ গ্রেফতার ৮​

ক্ষমতায় এসে সংসদের প্রথম অধিবেশনেই বিল পাশ করানোয় রেকর্ড গড়ে ফেলেছে মোদী সরকার। এখনও পর্যন্ত লোকসভায় ৩০টি বিল পেশ করেছে তারা, যার মধ্যে ২০টি পাশ হয়ে গিয়েছে। লোকসভা এবং রাজ্যসভা, দুই কক্ষে পাশ হয়ে গিয়েছে ১৪টি বিল। গত ১৫ বছরে যা এই প্রথম। পিআরএস লেজিসলেটিভ সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত প্রথম অধিবেশনে বিল পাশ করানোর প্রস্তাবই ওঠেনি কখনও। ইউপিএ-১ আমলে ২০০৪ সালের ৫ জুলাই থেকে ২৬ অগস্ট পর্যন্ত বাজেট অধিবেশনে মাত্র ছ’টি বিল পাশ হয়েছিল। ইউপিএ-২ আমলে ২ জুলাই থেকে ৭ অগস্ট পর্যন্ত বাজেট অধিবেশনে পাশ হয়েছিল আটটি বিল। ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর, ৭ জুলাই থেকে ১৪ অগস্ট পর্যন্ত বাজেট অধিবেশনে পাশ হয়েছিল ১২টি বিল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy