ছবি: পিটিআই।
দৈনিক সংক্রমণ এবং সংক্রমণের হার, দুটোই এখন নিয়ন্ত্রণে রয়েছে রাজধানীতে। তার ভিত্তিতে দিল্লিতে কোভিড নিষেধাজ্ঞা আরও কিছুটা শিথিল করল অরবিন্দ কেজরীবাল সরকার। সোমবার থেকেই তা কার্যকর হবে। রবিবারই এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে বড় জমায়েত এবং স্কুল, কলেজ-সহ বেশ কিছু ক্ষেত্রে এখনও কোভিড নিষেধাজ্ঞা বজায় থাকবে বলেই জানিয়েছেন তিনি।
যে যে ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে
১। সোমবার থেকেই খুলছে সমস্ত বাজার, মল।
২। ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে রেস্তরাঁ।
৩। সাপ্তাহিক বাজারও সোমবার থেকেই খুলবে। তবে প্রত্যেক এলাকায় একটি করেই বাজার খোলা যাবে।
৪। জরুরি পরিষেবা চালু থাকবে।
৫। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে বেসরকারি প্রতিষ্ঠান।
৬। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বাজার, মল।
৭। বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদি অনুষ্ঠানে ২০ জনের বেশি উপস্থিত থাকবে না।
যা যা নিষিদ্ধ
১। স্কুল, কলেজ বন্ধ থাকবে।
২। কোনও বড় জমায়েতই করা যাবে না।
৩। সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সাঁতার কেন্দ্র, খেলার জায়গা বন্ধ থাকবে।
৪। জিম, যোগাকেন্দ্র, পার্ক বন্ধ থাকবে।
৫। হোটেল বা রেস্তরাঁয় বিয়ে বা অন্য অনুষ্ঠান করা যাবে না।
Prohibited/restricted activities to come into effect in Delhi from 5 am tomorrow till 5 am on 21st June or further orders, whichever is earlier, as follows - pic.twitter.com/aJ5no3XqQR
— ANI (@ANI) June 13, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy