Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Winter

দিল্লিতে ২৬ বছরে শীতলতম অক্টোবর, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে

গত ডিসেম্বরে দিল্লির তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছিল। ভেঙে দিয়েছিল ১১৮ বছরের রেকর্ড।

অক্টোবরেই ‘শৈত্যপ্রবাহ’ দিল্লিতে— ফাইল চিত্র।

অক্টোবরেই ‘শৈত্যপ্রবাহ’ দিল্লিতে— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ১৭:৫১
Share: Save:

অক্টোবরের শেষ হপ্তাতেই তাপমাত্রার পারদ তরতরিয়ে নামছে দিল্লিতে। বৃহস্পতিবার দেশের রাজধানীর তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত ২৬ বছরে ‘শীতলতম অক্টোবর’।

মৌসম ভবনের পূর্বাভাস, নভেম্বরের আগেই দিল্লি পুরোদস্তুর শীতের কবলে চলে যেতে পারে। তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে। আকাশে মেঘের আচ্ছাদনের (ক্লাউড কভার) অভাবেই সর্বনিম্ন তাপমাত্রার পতন হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। তবে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে কুয়াশার দাপট। প্রসঙ্গত, গত ডিসেম্বরে দিল্লির তাপমাত্রা ২ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। ভেঙে দিয়েছিল ১১৮ বছরের রেকর্ড।

তাপমাত্রা নিম্নমুখী হলে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন অনেকেই। এ বিষয়ে সুনিশ্চিত তথ্য-প্রমাণ না থাকলেও কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে, ইউরোপ-আমেরিকার যে সব অঞ্চলের গড় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কম সেখানে করোনাভাইরাসের সংক্রমণ বেশি ঘটেছে।

আরও পড়ুন: ভারতের হামলার ভয়ে হাঁটু কাঁপছিল সেনাপ্রধানের, অভিনন্দনের মুক্তি প্রসঙ্গে দাবি পাক বিরোধী নেতার

১৯৯৪ সালের ৩১ অক্টোবর দিল্লিতে তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল বলে মৌসম ভবনের তথ্য জানাচ্ছে। এর পর তাপমাত্রা কখনও এত নামেনি। ‘ইন্ডিয়া মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট’ (আইএমডি)-এর আঞ্চলিক অধিকর্তা কুলদীপ শ্রীবাস্তব এ দিন বলেন, ‘‘১৯৩৭ সালের ৩১ অক্টোবর দিল্লির তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। সেটাই সর্বকালীন রেকর্ড।’’ তিনি জানান, সাধারণত এই সময় দিল্লির তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির কাছাকাছি থাকে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ভাঙল ‘পিসি-ভাইপো’ জোট, বিজেপিকে ভোটের ঘোষণা মায়ার

অন্য বিষয়গুলি:

Winter Winter in Delhi India Meteorological Department Coldwave IMD Delhi Winter Delhi Temperature
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy