দিল্লি বিমানবন্দরে বিমানটির টেক অফের আগে হুমকি ফোন করা হয় বলে অভিযোগ। ফাইল চিত্র।
দিল্লি-পুণেগামী স্পাইসজেটের বিমানে বোমাতঙ্ক। বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি ফোন দেওয়া হয়েছে। এর পরই বিমানে তল্লাশি শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। হুমকি ফোনের কারণে থমকে যায় বিমানটি। উড়ানটিতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে।
A call regarding a bomb in Pune-bound Spicejet flight from Delhi was received before the takeoff. CISF & Delhi Police are on alert. Flight being checked at Delhi Airport: Delhi Police pic.twitter.com/nQLrtSOqlv
— ANI (@ANI) January 12, 2023
এক পুলিশকর্মী বলেছেন, ‘‘তল্লাশিতে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’’ কে বা কারা হুমকি ফোন করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। বিমানের সমস্ত যাত্রী ও ক্রুরা সুরক্ষিত রয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেছেন, ‘‘সিআইএসএফ ও দিল্লি পুলিশের আধিকারিকদের সতর্ক করা হয়েছে। ফোন করে এক ব্যক্তি জানান যে, বিমানে বোমা রাখা রয়েছে। বিমানটিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy