ঘটনাস্থলে এনএসজি-র কম্যান্ডোরা। ছবি: পিটিআই।
দিল্লির বুকে বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ। রাতভর গুলির লড়াইয়ের পর ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে জড়িত সন্দেহে ধৌলা কুঁয়া থেকে শনিবার এক ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতের নাম আবু ইউসুফ খান।
ডেপুটি পুলিশ সুপার প্রমোদ সিংহ কুশওয়া জানান, শুক্রবার গভীর রাতে ধৌলা কুঁয়া এবং করোল বাগের মাঝে রিজ রোডে পুলিশের সঙ্গে আবু ইউসুফ খানের গুলির লড়াই চলে। তার পরই তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আবুর কাছে থেকে একটি পিস্তল এবং ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর কম্যান্ডোরা ঘটনাস্থলে পৌঁছে আইইডি নিষ্ক্রিয় করেন। পুলিশের দাবি, জেরায় আবু জানিয়েছে সে ‘লোন উল্ফ’ সদস্য। রাজধানীতে হামলার ছক ছিল তার। আবু আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা।
#WATCH Delhi: National Security Guard (NSG) commandos deployed near Buddha Jayanti Park in Ridge Road area, from where one ISIS operative was arrested with Improvised Explosive Device, earlier today. pic.twitter.com/9n7KGfOXZC
— ANI (@ANI) August 22, 2020
আরও পড়ুন: ২৯ লক্ষ আক্রান্ত ভারতে, সুস্থও পেরোল ২১ লক্ষ
এ সপ্তাহের গোড়াতেই দুই আইএস জঙ্গিকে দোষী সাব্যস্ত করে দিল্লি আদালত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসলিম যুবকদের জঙ্গি দলে নিয়োগ করার অভিযোগ ছিল ওই দু’জনের বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ২০১৬-’১৭-র একটি মামলায় যে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট এনেছে, সেই তালিকায় রয়েছে আবু আনাস এবং নাজমুল হুদা নামে ওই দু’জন। এনআইএ সূত্রে খবর, জুনুদ-উল-খিলাফা-ফিল-হিন্দ নামে একটি সংগঠন তৈরি করেছিল এই অভিযুক্তরা। এই সংগঠনটি আইএস-এর সঙ্গে জড়িত বলে দাবি এনআইএ-র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy