Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Whats APP

Delhi High Court: হোয়াটসঅ্যাপ শুনানি জরুরি ভিত্তিতে নয়

তাদের ২০২১-এর নয়া শর্তাবলি না-মানার জন্য ওই সময় পর্যন্ত কোনও গ্রাহকের অ্যাকাউন্ট ব্লকও করবে না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ০৭:৩০
Share: Save:

হোয়াটসঅ্যাপের নতুন গোপনীয়তার নীতি ও শর্তাবলির বিরুদ্ধে হওয়া মামলায় জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই বলে আজ জানাল দিল্লি হাই কোর্ট। প্রধান বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি জ্যোতি সিংহের বেঞ্চ পরবর্তী শুনানির দিন স্থির করেছে ২৭ অগস্ট। একই বেঞ্চে কেন্দ্রের তথ্য-প্রযুক্তি বিধির বিরুদ্ধে উদয় বেদীর করা মামলাটির পরবর্তী শুনানি হবে ১৩ সেপ্টেম্বর। ওই বিধির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে এই মামলায়। পরের শুনানির মধ্যে কেন্দ্রকে তার বক্তব্য জানানোর জন্য এ দিন নোটিস জারি করেছে হাই কোর্ট।

গত ৯ জুলাই কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার তদন্তের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের করা মামলার শুনানিতে সংস্থাটি জানিয়েছিল, ভারতে নতুন তথ্য সুরক্ষার আইন পাশ না-হওয়া পর্যন্ত তারা তাদের নতুন শর্তাবলি কার্যকর করা স্থগিত রাখছে। আইনটি পাশের আগে এটি মানার জন্য গ্রাহকদের জোরও করবে না তারা। আমেরিকান বার্তা-অ্যাপ সংস্থাটি তাদের বিরুদ্ধে তিন আবেদনকারীর করা মামলার শুনানিতে আজ জানায়, ওই আইন পাশের আগে তারা তাদের মালিক সংস্থা ফেসবুকের হাতে গ্রাহকদের তথ্য তুলে দেবে না। এবং তাদের ২০২১-এর নয়া শর্তাবলি না-মানার জন্য ওই সময় পর্যন্ত কোনও গ্রাহকের অ্যাকাউন্ট ব্লকও করবে না। হোয়াটসঅ্যাপের আইনজীবী কপিল সিব্বল এ কথা জানালে বেঞ্চ জানায়, সংস্থাটির এই অবস্থান জানার পরে নতুন কোনও হলফনামা বা জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির প্রয়োজন নেই। আপাতত হাতে সময় রয়েছে।

অন্য বিষয়গুলি:

Delhi High Court Whats APP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy