Advertisement
০২ নভেম্বর ২০২৪
Petrol price

Petrol Price: কেন্দ্রের পথে হেঁটে পেট্রলের করে ছাড়, দিল্লিতে পেট্রল প্রতি লিটারে সস্তা হবে ৮ টাকা

পেট্রলের উপর মূল্য যুক্ত কর (ভ্যাট) কমাল দিল্লি সরকার। ৩০ শতাংশ থেকে তা কমিয়ে ১৯.৪ শতাংশ করা হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২১ ১৩:৩৯
Share: Save:

পেট্রলের উপর মূল্য যুক্ত কর (ভ্যাট) কমাল দিল্লি সরকার। ৩০ শতাংশ থেকে তা কমিয়ে ১৯.৪ শতাংশ করা হয়েছে। বুধবার দিল্লি সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। এর জেরে দিল্লিতে পেট্রলের দাম কমল ৮ টাকা। কর হ্রাসের জেরে পেট্রলে নতুন মূল্য বুধবার মধ্যরাত থেকে কার্যকর হবে।

ইন্ডিয়াল অয়েল কর্পোরেশনের অনুসারে, বর্তমানে দিল্লিতে পেট্রলের মূল্য লিটার প্রতি ১০৩ টাকা ৯৭ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা। কম হওয়ার জেরে দিল্লিতে পেট্রলের দাম নেমে যাবে ১০০ টাকার নীচে।

গত কয়েক মাস ধরে ক্রমাগত দাম বাড়ার কারণে দেশে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছিল, ডিজেলও দামও হয়েছিল ১০০ টাকা ছুঁইছুঁই। এই মূল্য বৃদ্ধির জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকেই দুষছিলেন বিরোধীরা। সেই পরিস্থিতিতে দীপাবলির আগে প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা দাম কমায় কেন্দ্র। এর পর বেশ কিছু রাজ্যও পেট্রলের উপর কার্যকর মূল্য যুক্ত কর কমিয়েছিল। অরবিন্দ কেজরীবালের সরকারও হাঁটল সেই পথেই।

অন্য বিষয়গুলি:

Petrol price NRC Delhi Government Value Added Tax
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE