মুখ থুবড়ে পড়ল কেজরীর ‘দুয়ারে রেশন’
কেজরীবাল সরকারের ‘মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা’ বাতিল করল দিল্লি হাই কোর্ট। এ রাজ্যের ‘দুয়ারে রেশন’ প্রকল্পের মতোই দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকারেরও বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার প্রকল্প ছিল। এ নিয়ে দিল্লি সরকারের সঙ্গে কেন্দ্রের মধ্যে দ্বন্দ্বও ছিল। এ বার দিল্লি হাই কোর্টের নির্দেশে মুখ থুবড়ে পড়ল কেজরীর ওই প্রকল্প। ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার ওই প্রকল্প বাতিল করে আদালত জানাল, কেন্দ্রের দেওয়া চাল, ডাল এই প্রকল্পে ব্যবহার করা যাবে না।
কেজরীর ‘দুয়ারে রেশন’ প্রকল্পের বিরুদ্ধে আদালতে মামলা রুজু করেছিলেন রেশন ব্যবসায়ী (ডিলার)-রা। মামলাটি ওঠে দিল্লি হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিপিন সঙ্ঘী এবং বিচারপতি জসমিত সিংহের ডিভিশন বেঞ্চে। ওই মামলার শুনানির পর ডিভিশন বেঞ্চের নির্দেশ, সাধারণ মানুষের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার অন্য কোনও প্রকল্প নিয়ে আসতে পারে দিল্লির সরকার। কিন্তু কেন্দ্রের দেওয়া আনাজ ‘মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা’-য় ব্যবহার করতে পারবে না তারা।
সাধারণ মানুষের বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে ‘দুয়ারে রেশন’ প্রকল্প হাতে নিয়েছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও। সেখানেও ওই প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপড়েন চলছে। কেন্দ্র বার বারই দাবি করে এসেছে, এই প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী। মোদী সরকারের মত, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ১২ নম্বর ও ২৪(২) ধারায় খাদ্যশস্য রেশন দোকানে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। কখনওই তা উপভোক্তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলা হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy