Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Delhi Assembly Election 2020

দিল্লির বিধানসভা ভোট ৮ ফেব্রুয়ারি, গণনা ১১ তারিখ

মনোনয়নের জমা শুরু হবে ১৪ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ তারিখ ২১ জানুয়ারি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ১৩:৪২
Share: Save:

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ এক দফায়, ৮ ফেব্রুয়ারি। ভোটগণনা হবে তিন দিন পর ১১ ফেব্রুয়ারি। সোমবার সাংবাদিক বৈঠকে জানালেন চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা। মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ১২ জানুয়ারি থেকে। সেই সময়সীমা শেষ হবে ২১ জানুয়ারি। তার পরের দিন স্ক্রুটিনি হবে মনোনয়নপত্রগুলি।

কমিশনের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই দিল্লিতে কার্যকরী হয়ে গেল আদর্শ আচরণ বিধি। মোট ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৪৬ লক্ষ। বুথ সংখ্যা ১৩ হাজার ৭৫০টি, জানালেন সুনীল অরোরা।

হরিয়ানা বিধানসভা নির্বাচনের সময় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এক প্রার্থী দাবি করেছিলেন, যেখানেই ভোট দিন, বিজেপির ঘরে ভোট পড়বে। ইভিএম সেই ভাবেই বানানো হয়েছে। ইভিএম সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নে চিফ ইলেকশন কমিশনার সেই প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘‘ওই সময় শুধুমাত্রা ওই কেন্দ্রটির জন্য বিশেষ অবজার্ভার হিসেবে বিনোদ জুৎসিকে পাঠানো হয়েছিল। আমরা খতিয়ে দেখেছিলাম, ইভিএম-এ যেখানে ভোট দেবেন ভোটাররা, তা কোনও ভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। ভোটের ফলের পরে দেখা গিয়েছিল, ওই প্রার্থী প্রাপ্ত ভোটের নিরীখে ৩ নম্বরে ছিলেন।’’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘ইভিএম নিয়ে কোনও অভিযোগ বা গুজবে কান দেবেন না।’’

দিল্লির শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হয় ১০ তারিখ। সে বার ৭০ আসনের মধ্যে আম আদমি পার্টি বা আপ জিতেছিল ৬৭টি আসনে। বাকি তিনটি পেয়েছিল বিজেপি। কংগ্রেস কোনও আসনে জেতেনি।

লাইভ আপডেট:

• এক দফায় ভোট হবে দিল্লিতে, ভোটগ্রহণ ৮ ফেব্রুয়ারি

• মনোনয়ন স্ক্রুটিনি হবে ২২ জানুয়ারি

• মনোনয়নের বিজ্ঞপ্তি জারি হবে ১৪ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ তারিখ ২১ জানুয়ারি

• ভোটে টাকা, মদ বা অন্য়ান্য বেআইনি ব্যবস্থা রুখতে কড়া হাতে ব্যবস্থা নেবে কমিশন

• ভোটের সময় প্রায় ৯০ হাজার আধিকারিক মোতায়েন করা হবে

• অনুপস্থিত ভোটারদের চিহ্নিত করার জন্য নতুন নিয়ম এ বার চালু হচ্ছে

• বর্ষীয়ান নাগরিক, বিশেষ ভাবে সক্ষমদের জন্য বুথে আলাদা বন্দোবস্ত করা হবে

• দিল্লিতে ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৪৬ লক্ষ

• দিল্লিতে মোট বুথের সংখ্যা ১৩৭৫০টি

• রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারের সঙ্গেও আলাদা করে বৈঠক করা হয়েছে

• পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গেও বৈঠক হয়েছে দফায় দফায়

• ২৬ ডিসেম্বর কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের সমস্ত নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দিনভর বৈঠক করেছেন

• দিল্লির বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখা হয়েছে

অন্য বিষয়গুলি:

Delhi Assembly Election 2020 Election Commission of India Delhi Election 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy